করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী, টেস্ট করালেন মুখ্যমন্ত্রীও

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন ও তাঁর স্ত্রী। শনিবার তাঁদের করোনা রিপোর্ট আসে। কিছুদিন আগে তাঁদের এক নিরাপত্তারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপরেই শিবু সোরেন ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করলে, রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। 

 

রাঁচি:  এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন ও তাঁর স্ত্রী। শনিবার তাঁদের করোনা রিপোর্ট আসে। কিছুদিন আগে তাঁদের এক নিরাপত্তারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর শিবু সোরেন ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করলে, রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- কবে, কীভাবে পাওয়া যাবে দেশীয় ভ্যাকসিন? বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

দেশের করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতি কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের একের পর এক মন্ত্রী করোনায় আক্রান্ত হচ্ছেন। দেশের প্রতিটি স্তরে করোনা ভাইরাস ঘাঁটি বেঁধেছে। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন করোনা পরীক্ষা করান। রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গিয়েছে। দুই মাসের মধ্যে হেমন্ত সোরেন তিনবার করোনা পরীক্ষা করা হয়। 

আরও পড়ুন- বন্দে ভারত এক্সপ্রেস থামিয়ে চিনকে ‘শিক্ষা’! বাতিল ৪৪টি রেকের দরপত্র

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তার সংস্পর্শে এসেছিলেন হেমন্ত সোরেন। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। জানা যায়, করোনার রিপোর্ট আসার কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের মন্ত্রিসভার এক বৈঠকে উপস্থিত ছিলেন বান্না গুপ্ত। ঠিক তাঁর পাশে বসে ছিলেন কৃষিমন্ত্রী। করোনা আক্রান্ত হওয়ার পর বান্না গুপ্ত জানান, গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করান। জানা যায়, হেমন্ত সোরেন ৪ অগস্ট করোনা পরীক্ষা করান। তাঁর ১৯ জন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি করোনার পরীক্ষা করান। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গিয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *