হিন্ডেন বিমানঘাঁটি থেকে উড়ে গেল হাসিনার বিমান, পরবর্তী গন্তব্য কোথায়?

গাজিয়াবাদ: যে বিমানে চেপে সোমবার বাংলাদেশ থেকে ভারতে উড়ে এসেছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঙ্গলবার সকালে পরবর্তী গন্তব্যে উড়ে গেল সেটি৷ সংবাদ সংস্থা…

hasina biman2

গাজিয়াবাদ: যে বিমানে চেপে সোমবার বাংলাদেশ থেকে ভারতে উড়ে এসেছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঙ্গলবার সকালে পরবর্তী গন্তব্যে উড়ে গেল সেটি৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সকাল ৯টা নাগাদ বিমানটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে উড়ে যায়। কিন্তু বিমানটি কোথায় গিয়েছে, তার মধ্যে হাসিনা ছিলেন কি না, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

সোমবার বাংলাদেশ থেকে আগরতলায় এসে পৌঁছন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা৷ সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয় গাজিয়াবাদে৷ সূত্রের খবর,  রাতে গাজিয়াবাদেই ছিলেন দুই বোন। অসমর্থিত সূত্রের খবর, ভারত থেকে লন্ডনে যেতে চান হাসিনা। কিন্তু, ব্রিটেন এখনও সবুজ সঙ্কেত দেয়নি। ব্রিটেন আশ্রয় না দিলে, ইউরোপে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মুজিব-কন্যা৷ তবে শেখ রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে৷ ফলে তাঁর ব্রিটেন যেতে কোনও সমস্যা নেই৷ তবে হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এখনও অনিশ্চিত৷