স্ত্রীর মৃত্যু মামলায় অবশেষে মুক্তি, ‘নির্যাতন চলেছে’, বললেন শশী

স্ত্রীর মৃত্যু মামলায় অবশেষে মুক্তি, ‘নির্যাতন চলেছে’, বললেন শশী

3eff24f999f4f7a0ee4cdf921ae251a7

নয়াদিল্লি: অবশেষে স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু মামলা থেকে মুক্তি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। আজ দিল্লির একটি আদালত সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলা নিয়ে অস্বস্তি কিছু কম ছিল না কংগ্রেস সাংসদের। তবে অবশেষে সমস্ত অস্বস্তি কেটে গেল আদালতের রায়ে। উল্লেখ্য, ২০১৪ সালে দিল্লির একটি অভিজাত হোটেলে রহস্যজনক ভাবে মৃত্যু হয় শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তিনি।

অভিজাত হোটেলের ঘরে উদ্ধার হয় সুনন্দা পুষ্করের দেহ এবং সেই সময়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শশীর বিরুদ্ধে মামলা করা হয়। খুনের ষড়যন্ত্রের বিষয় সামনে এলে ও আত্মহত্যার মামলা দায়ের করেছিল পুলিশ তার কারণ মেডিকেল রিপোর্টে জানা গিয়েছিল যে সুনন্দা পুষ্করের শরীরে মাদকের উপস্থিতি ছিল। দীর্ঘ সাত বছর পর আজ এই সমস্ত অভিযোগ থেকে মুক্ত হলেন কংগ্রেস সাংসদ। এই রায়ের প্রেক্ষিতে তিনি জানান, প্রায় সাত বছর ধরে চরম নির্যাতন চলছে তবে এখন তিনি আদালতের রায়ে খুশি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *