বাবা আবার পতাকা উত্তোলন করবেন, স্বাধীনতা দিবসে স্মৃতি চারণা শর্মিষ্ঠার

দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। ছোটবেলা থেকে তিনি বাবাকে দেখে আসছেন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করছেন। প্রথমবার ব্যতিক্রম হল।  দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হাসপাতালে কোমায় আচ্ছন্ন। এই দিনে তাঁরই স্মৃতিচারণায় মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

 

নয়াদিল্লি: দেশের ৭৪তম স্বাধীনতা দিবস৷ ছোটবেলা থেকে তিনি বাবাকে দেখে এসেছেন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে৷ কিন্তু, এই প্রথম ব্যতিক্রম৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হাসপাতালে গভীর ঘুমে আচ্ছন্ন। এই দিনে তাঁরই স্মৃতিচারণায় মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

আরও পড়ুন-  মোদীর ৭ ভাষণে ৩ রেকর্ড! লাল কেল্লা থেকে নয়া রেকর্ড নমোর

স্বাধীনতা দিবসের সকালে টুইটারে বাবার স্মৃতিচারণা করেন প্রণব কন্যা শর্মিষ্ঠা। টুইটে তিনি লেখেন, আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা-কাকা জাতীয় পতাকা তুলতেন। তখন থেকে কখনও স্বাধীনতা দিবসের সময় বাবার জাতীয় পতাকা উত্তোলন বাদ পড়েনি। গত বছর বাড়িতে স্বাধীনতা উদযাপনের কিছু স্মৃতি ভাগ করে নিচ্ছি। আশা করছি, সামনের বছর বাবা আবার স্বমহিমায় পতাকা উত্তোলন করবেন। 

আরও পড়ুন- প্রতিটি গ্রামে মিলবে দ্রুতগতির ইন্টারনেট, হাজার দিনের লক্ষ্যমাত্রা মোদির

শনিবার শনিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতাল থেকে প্রণব মুখোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায় এখনও গভীর ঘুমে আচ্ছন্ন৷ তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷ তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক মাপকাঠি স্থিতিশীল রয়েছে। গত রবিবার বাথরুমে পড়ে গিয়ে চোট পান প্রণব মুখোপাধ্যায়৷ বাইরে থেকে কোনও চোট দেখতে পাওয়া না গেলেও এমআরআই করে দেখা যায়,  তাঁর মস্তিষ্কে রক্তজমাট বেঁধেছে। এর পাশাপাশি করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। ১০ তারিখে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ৷ দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের ফলে শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =