মুখ্যমন্ত্রী বদলের পরেই শরদকে আয়কর নোটিস, ‘প্রেমপত্র’ বলে রসিকতা এনসিপি প্রধানের

মুখ্যমন্ত্রী বদলের পরেই শরদকে আয়কর নোটিস, ‘প্রেমপত্র’ বলে রসিকতা এনসিপি প্রধানের

c4e4bc2aab67c89b4f6c4536fc891fec

মুম্বই: দীর্ঘ রাজনৈতিক টানা পড়ানোর পর সবে গতকাল গদি বদল হয়েছে মহারাষ্ট্রে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে আয়কর দপ্তরের নোটিশ এল এনসিপি প্রধান শরদ পাওয়ারের কাছে। জানা যাচ্ছে, এমসিপি প্রধানের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গরমিলের অভিযোগ এনেছে আয়কর দপ্তর। উল্লেখ্য, মহারাষ্ট্রের এই রাজনৈতিক সংকটে শরদ পাওয়ারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মিটমাট করাতে তিনিও আসরে নেমেছিলেন। এমনকি দুপক্ষের সঙ্গেই তিনি বৈঠক করেন। সেই সময়ই শরদ পাওয়ার বেশ কিছু হুমকি পেয়েছিলেন বলে জানান শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এই ঘটনার পর এক সপ্তাহ কাটেনি। তার মধ্যেই শরদ পাওয়ার আয়কর দপ্তরের নজরে আসায় ফের মারাঠাভূমিতে শুরু হয়েছে তুমুল শোরগোল।

এনসিপি দলের একপক্ষের দাবি, উদ্ধব ঠাকরেকে শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করার পুরস্কার স্বরূপই আয়কর দপ্তরের নজরে এসেছেন এনসিপি প্রধান। তবে গোটা বিষয়টিকেই মজার ছলে নিয়েছেন শরদ। শুক্রবার সকালে একটি টুইট বার্তায় তিনি এই নোটিশ পাওয়ার ঘটনাটি প্রকাশ্যে এনে লেখেন, ‘ প্রেমপত্র পেয়েছি। আয়কর দপ্তরের চিঠিতে ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ সালের দাখিল করা নির্বাচনের হলফনামা সংক্রান্ত বিষয়ের উল্লেখ আছে।’ 

উল্লেখ্য, শরদ পাওয়ার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছের মানুষ হলেও বর্তমান মুখ্যমন্ত্রী শিন্ডের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই বেশ খারাপ। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের প্রথম থেকেই শিবসেনার বিদ্রোহী নেতাদের সঙ্গে নিয়ে একনাথ বারবার শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতাদের নিশানা করে গেছেন। তাঁর অভিযোগ ছিল যে, শরদ পাওয়ার এবং বেশ কিছু কংগ্রেস নেতাদের জন্যই আজ হিন্দুত্ব থেকে শিবসেনা লক্ষ্যচিত হয়েছে। আর সেই শিন্ডে মুখ্যমন্ত্রীর গদিতে বসার ২৪ ঘন্টার মধ্যেই আয়কর দপ্তরের নোটিশ পেলেন শরদ পাওয়ার। ফলে গোটা বিষয়টির মধ্যেই রহস্যের গন্ধ পাচ্ছেন শরদ ঘনিষ্ঠরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *