মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু ঘিরে উত্তাল কটা দেশ৷ মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে৷ বিহার বনাম মহারাষ্ট্র পুলিশের লড়াই যখন হাটে বাজারে চর্চার বিষয় হয়ে উঠেছে, ঠিক তখন অভিনেতার মৃত্যুর সঙ্গে কৃষক আত্মহত্যার প্রসঙ্গ তুললেন এনসিপি প্রধান শারদ পাওয়ার৷ ঘুরিয়ে জোট সরকারের পক্ষে দাঁড়িয়ে কুর্সি রক্ষার চেষ্টা? শারদ-মন্তব্যে তুঙ্গে চর্চা৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন শরদ পাওয়ার৷ সুশান্তের আত্মহত্যা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? কৃষকদের আত্মহত্যা নিয়ে কেন কথা বলা হচ্ছে না? অভিনেতার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক৷ কিন্তু আমার কাছে এটি এতটা গুরুত্বপূর্ণ নয়৷ কারণ, এবছর ২০ জনের বেশি কৃষক আত্মহত্যা করছেন৷ সেই বিষয়ে কেন সবাই নীরবতা ভাঙছেন না? প্রশ্ন তুলেছেন এনসিপি প্রধান শারদ পাওয়ারের৷
কিন্তু, অভিনেতা সুশান্ত যে আত্মহত্যা করেছেন, সেটা কি এখনও প্রমাণিত? মুম্বই পুলিশের মতো আচমকা এনসিপি প্রধান শারদ পাওয়ার কীভাবে নিশ্চিত হলেন সুশান্ত আত্মহত্যা করেছেন? তাহলে কি মিথ্যা অভিযোগ দায়ের করল সুশান্তের পরিবার? এনসিপি প্রধানের প্রশ্নে উঠছে নানান প্রশ্ন৷
যদিও শরদ পাওয়ার মহারাষ্ট্র সরকারের পক্ষেই অবস্থান গ্রহণ করবেন কিংবা সুশান্ত মৃত্যু মামলা তাঁর কাছে যে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ হবে না, তা বেমালুম জানে মুম্বইয়ের জনতা৷ কেননা, এনসিপির ঘাড়ে সরকারের দায় আছে না! মহারাষ্ট্রে শিবসেনা সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার চালাচ্ছে শরদ পাওয়ারের এনসিপি৷ পর্যবেক্ষক মহলের অভিমত, সুশান্ত মৃত্যু মামলায় যখন প্রশ্নের মুখে মুম্বই পুলিশের ভূমিকা, ঠিক তখনই সুশান্ত মামলাকে কার্যত লঘু করে দেখানোর চেষ্টা করে সরকারের পিঠ বাঁচানোর কৌশল নিলেন পাওয়ার?
নিজের কুর্সি রক্ষা করার জন্যই কি তাঁর কাছে কৃষক আত্মহত্যার ঘটনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ২০ জনের বেশি কৃষক আত্মহত্যা করে থাকলে কেন এখনও তিনি সেই নিয়ে সর্বভারতীয় স্তরের রাজনীতিতে ময়দানে নামেন না? কেন এর বিরুদ্ধে সরব হলেন না তিনি? কৃষক আত্মহত্যা নিয়ে কেন তুমি এতদিন নীরব ছিলেন? হঠাৎ কেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুমামলার সঙ্গে কৃষক আত্মহত্যার ঘটনা মিলিয়ে দিয়ে গোটা ঘটনা লঘু করার চেষ্টা করছেন পাওয়ার? প্রশ্ন তুলছেন মুম্বইয়ের জনতার একাংশ৷