ভাইপো অজিত ‘পিঠে ছুরি’ মেরে উপ-মুখ্যমন্ত্রী, দুঃসময় শরদকে আশ্বাস দিলেন মমতা

ভাইপো অজিত ‘পিঠে ছুরি’ মেরে উপ-মুখ্যমন্ত্রী, দুঃসময় শরদকে আশ্বাস দিলেন মমতা

c4e4bc2aab67c89b4f6c4536fc891fec

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন চমক দেখা গিয়েছে রবিবার। এনসিপি নেতা অজিত পাওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জোটে যোগ দিয়েছেন। আর যোগ দেওয়ার পরেই হয়েছে উপ-মুখ্যমন্ত্রী। কার্যত এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে পিঠে ছুরি মেরেছেন ভাইপো অজিত। কারণ তাঁর এই যোগদানের ফলে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট যেমন আরও শক্তিশালী হয়েছে, তেমনই ভেঙে পড়ার মুখে চলে এসেছে এনসিপি। তবে এই বিপদের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর পাশে আছেন, সে কথা জানালেন খোদ শরদ পাওয়ার। 

এনসিপি সুপ্রিমো জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সমর্থনের কথাও বলেছেন। তবে শুধু তিনি নন, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন পাওয়ার। আসলে এদিনই অজিত পাওয়ার তাঁর সমর্থক এমন ৩০ জনেরও বেশি এনসিপি বিধায়কদের একটি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকের পরেই তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে সমর্থনের চিঠি দেন। কয়েক ঘণ্টার মধ্যেই তৃতীয়বার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। 

এদিন অজিত ছাড়াও মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে শপথ নেন অন্য এনসিপি নেতারা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের মতো এনসিপি নেতারা। এও জানা গিয়েছে, অজিতের সঙ্গে প্রায় ৪০ জন এনসিপি বিধায়কের সমর্থন রয়েছে। এদিকে বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩ জন বিধায়ক রয়েছেন। অনুমান, বিধায়ক সংখ্যার নিরিখে আগামী দিনে অজিত পাওয়ার নিজেকে এনসিপির ‘প্রকৃত’ স্বত্বাধিকারী বলে দাবি করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *