অশুভ সময়ে হচ্ছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন: শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী

“মন্দিরটি সঠিকভাবে তৈরি করা উচিত এবং ভিত্তি প্রস্তর সঠিক সময়ে স্থাপন করা উচিত। জনগণের অর্থ দিয়ে মন্দিরটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতও নেওয়া উচিত,” বলেও উল্লেখ করেন শঙ্করাচার্য সরস্বতী। 

লখনউ: দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পদক্ষেপটি একটি অশুভ সময়ে নেওয়া হচ্ছে। রাম মন্দির নির্মাণের কাজটি সঠিক সময়ে শুরু করা উচিত, আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানের বিরোধিতা করে এবং যুক্তি দিয়ে এমনটাই জানিয়েছেন শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।

সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকারে স্বামী স্বরূপানন্দ বলেছেন, “আমরা কোনও পদ বা রাম মন্দিরের ট্রাস্টি হতে চাই না। এটি একটি 'অশুভ ঘড়ি' (অশুভ সময়),আমরা শুধু এটাই চাই যে মন্দিরটি সঠিকভাবে তৈরি করা উচিত এবং ভিত্তি প্রস্তর সঠিক সময়ে স্থাপন করা উচিত। যদিও অশুভ সময় কেন? এর জন্য কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। তবে সংবাদ সংস্থার মতে, তিনি সম্ভবত করোনা পরিস্থিতির কথাই বলতে চেয়েছেন। এমন সময় এই মন্তব্য করা হল যখন, উত্তর প্রদেশের অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি পুরোদমে চলছে।

শঙ্করাচার্য সরস্বতী বলেন, ‘‘আমরা রাম ভক্ত, আমরা যদি রামের মন্দির তৈরি করি তবে আমরা খুশি হব, তবে তার জন্য উপযুক্ত দিন এবং শুভ সময় বেছে নেওয়া উচিত। এতে রাজনীতি হওয়া উচিত নয়। রাজনীতির কারণে হিন্দুদের বিষয়গুলি আঘাত প্রাপ্ত হয়। জনগণের অর্থ দিয়ে মন্দিরটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতও নেওয়া উচিত৷ এদিকে, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

তবে প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে থাকছেন সেই সম্ভাবনার কথা প্রবল করলেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, যাকে কিশোরজী ব্যাস নামেও পরিচিত। প্রধানমন্ত্রীর ওই দিনের কর্মসূচির বিষয়ে তিনি জানিয়েছেন, “রাম মন্দিরের 'ভূমি পূজা'র জন্য ৫ আগস্ট অযোধ্যা আসার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেড় ঘন্টা থাকবেন। প্রথমে তিনি 'হনুমান গদির' সফর করবেন, তারপরে 'ভূমি পূজন' অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে রাম লালা'র দর্শন করবেন৷”

অন্যদিকে বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের এক সদস্য জানিয়েছেন যে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সমস্ত মুখ্যমন্ত্রীদের অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। এমনিতেই রামমন্দির নির্মাণের সূচনা ও তার আগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান নিয়ে সোচ্চার বিরোধি শিবির, এবার শঙ্করাচার্য স্বামীর এই মন্তব্য তাতে ঘৃতাহুতি দিল বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =