লজ্জা! এবার মোদির রাজ্যে ধর্ষণের শিকার গোরু

আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর রাজ্যে নয়া কেলেঙ্কারি৷ গোরুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক৷ আহমেদাবাদের মেঘানিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে লালো পাটনি নামের এক বছর ২২-এর যুবককে৷ গোরুর মালিকের অভিযোগের ভিত্তিতে পশু ধর্ষণ আইনে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ৷ গোরুর মালিক জানিয়েছেন, তাঁর চারটি গোরু রয়েছে। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালেই গোরুগুলিকে চড়তে নিয়ে

লজ্জা! এবার মোদির রাজ্যে ধর্ষণের শিকার গোরু

আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর রাজ্যে নয়া কেলেঙ্কারি৷ গোরুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক৷ আহমেদাবাদের মেঘানিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে লালো পাটনি নামের এক বছর ২২-এর যুবককে৷ গোরুর মালিকের অভিযোগের ভিত্তিতে পশু ধর্ষণ আইনে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ৷

গোরুর মালিক জানিয়েছেন, তাঁর চারটি গোরু রয়েছে। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালেই গোরুগুলিকে চড়তে নিয়ে যান তিনি৷ তিনি জানান, এদিন তিনি গোরুগুলি মাঠে ছেড়ে আসেন৷ দু’দিন আগে মাঠে গোরু আনতে গিয়ে দেখেন, মাস পাঁচেকের বাছুরটি নেই৷ খুঁজতে শুরু করেন তিনি৷ তারপর দেখতে পান, একটি পাঁচিলের পিছনে গরুটিকে বসিয়ে নিজের প্যান্ট নামিয়ে যৌন সঙ্গম করছে ওই যুবক৷ ঘটনাস্থলেই ওই যুবককে ফেলে পেটাতে শুরু করেন তিনি৷ তারপর খবর দেন আহমেদাবাদ পুলিশ কন্ট্রোলে৷ পুলিশ এসে গ্রেপ্তার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =