নয়াদিল্লি: বিশ্ব গণতন্ত্রের সূচকে ১০ ধাপ পিছিয়ে নিজের অবস্থান জানাল ভারত৷ নাগরিক অধিকার খর্ব হওয়ার কারণে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের স্থান নিচে নেমেছে বলে জানিয়েছে ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট৷
বিশ্বে ১৬৫ দেশের গণতন্ত্রের সমীক্ষা করে ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট৷ নির্বাচনী প্রক্রিয়া থেকে সরকারি পদক্ষেপ, রাজনৈতিক পরিস্থিতি, নাগরিকদের অধিকারের ভিত্তিতে সূচক তৈরি করে ওই সংস্থা৷ সেখানে ০ থেকে ১০ পর্যন্ত নম্বর দেওয়া হয় সমীক্ষায়৷
কিন্তু, সেই সমীক্ষায় ২০১৮ সালে ভারত পেয়েছিল ৭.২৩ নম্বর৷ এবার ২০১৯ সালে তা নেমে হয়েছে ৬.৯০ নম্বরে৷ আর তাতেই গত বারের তুলানায় ১০ নেমেছে ভারত৷ বিশ্বের মধ্যে ৫১ তম স্থান পেয়েছে ভারত৷ ৯.৮৭ নম্বর পেয়ে শীর্ষে উঠে এসেছে নরওয়ে৷ সবচেয়ে খারাপ ফল করেছে উত্তর কোরিয়া৷ ১৫৩ স্থানে রয়েছে চিন৷