পাক জঙ্গিকে মেরে শহিদ পুলিশ আধিকারিক

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে ফের এনকাউন্টার৷ শহিদ DSP র্যাঙ্কের এক অফিসার৷ গুরুতর আহত হয়েছেন আর সেনা অফিসার৷ এনকাউন্টারে এক জঙ্গিও মৃত্যু হয়েছে বলে খবর৷ রবিবার গোপন সূত্র থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে৷ সূত্রের খবরের ভিত্তিতে কুলগামারে তুরিগাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা৷ অভিযান শুরু হতেই একটি আবাসন থেকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে

পাক জঙ্গিকে মেরে শহিদ পুলিশ আধিকারিক

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে ফের এনকাউন্টার৷ শহিদ DSP র‌্যাঙ্কের এক অফিসার৷ গুরুতর আহত হয়েছেন আর সেনা অফিসার৷ এনকাউন্টারে এক জঙ্গিও মৃত্যু হয়েছে বলে খবর৷

রবিবার গোপন সূত্র থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে৷ সূত্রের খবরের ভিত্তিতে কুলগামারে তুরিগাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা৷ অভিযান শুরু হতেই একটি আবাসন থেকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা৷ পালটা গুলি ছোড়ে সেনা জওয়ানরা৷ শুরু হয় তীব্র গুলির লড়াই৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার অমন ঠাকুরের৷ পুলিশ জানিয়েছে, ওই অভিযানে এক জঙ্গিকেও নিকেশ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =