মাইনপুরী: ভারতের এয়ার স্ট্রাইকে কাশ্মীরে মৃত জঙ্গিদের দেহ দেখতে চাইল উত্তরপ্রদেশের দুই শহিদ জওয়ানের পরিবার। প্রদীপ কুমার ও রাম ভাকীলের মৃত্যু হয়েছে পুলওয়ামার হামলায়। গত মাসের ১৪ তারিখ কাশ্মীরে আঘাত হানে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় শহিদ হন ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হন। এই দু’জন তাঁদের মধ্যে ছিলেন।
এই জঙ্গি হামলার বদলা নিতে ২৬ তারিখ আকাশ পথে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে বোমা বর্ষণ করে ভারতীয় বায়ুসেনা৷ কেন্দ্রের দাবি এই হামলায় মৃত্যু হয়েছে বহু জঙ্গির৷ এ নিয়ে বিরোধীরা সরকারকে আক্রমণ করেছে। এবার শহিদ পরিবার জঙ্গিদের দেহ দেখতে চাইল৷
রামের বোন বলেন, পুলওয়ামার জঙ্গি হামলার পর যেমন দেহের অংশ থেকে শুরু করে নানা কিছু উদ্ধার হয়েছে, স্ত্রাইকের সময়ও সেরকমই কিছু হয়ে থাকবে। আমি নিশ্চিত স্ট্রাইক হয়েছে। কিন্তু পাকিস্তান বলছে কিছুই হয়নি। কোনও ক্ষয়ক্ষতির কথা মানতে চাইছে না ওরা। এমতাবস্তায় আমাদের প্রমাণ দেওয়া হোক। জঙ্গিদের মৃতদেহ দেখতে পেলেই আমরা শান্তি পাব। অন্যদিকে প্রদীপ কুমারের মা বলেন, ‘ দেশের এতগুলো ছেলে প্রাণ দিল। আর আমরা জঙ্গিদের মৃতদেহ পর্যন্ত দেখতে পেলাম না! আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাই জঙ্গিদের মৃতদেহ টিভিতে দেখানো হোক।’