নয়াদিল্লি : কে উড়ল গেল আকাশ পথে? কিছুক্ষণ ভেসে থেকে উধাও৷ দিল্লির কুতুব মিনারের এমনই ছবি ধরা পড়েছে ক্যামেরায়৷ ভিনগ্রহের প্রাণির? বাড়ছে চিন্তা৷ তবে একদল জ্যোর্তিবিজ্ঞানীর মত, এই পৃথিবীর বাইরে এই সৌরমণ্ডলের আর কোন গ্রহে প্রাণের অস্তিত্ব নেই৷ সেখানে জীব সৃষ্টির পক্ষে উপযোগী নয়৷ কিন্তু ক্যামেরার লেন্সে ধরা পড়ে এই ছবিটা তাহলে কী? দিল্লির কুতুব মিনারে ঘুরতে আসা যুগলের মোবাইল ক্যামেরায় এমনই এক অবিশ্বাস্য উড়ন্ত মানব নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য৷
কুতুব মিনারের কাছে দাঁড়িয়ে ছবি তুলছিলেন দু’জন৷ ছবিটি তোলার জন্য মোবাইল ক্যামেরা রেডি করছিল অন্য একজন এমন অবস্থায় হঠাৎই আকাশের উপর দমকা হাওয়ার মতো উড়ে আসতে দেখা যায় একটি মানুষের মতো প্রাণীকে৷ ৩৩ সেকেন্ডের সেই ভিডিও ধরা পড়ে৷ কুতুব মিনার প্রদক্ষিণ করে যেই পথে এসেছিল সেই পথেই ফিরে যায়৷ ভিডিওটির করার সময় চারপাশে উপস্থিত থাকা মানুষের চিৎকার শুনে বোঝা যায়৷ তারা খোলা চোখেই সেই ছায়ামূর্তিকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করছিলেন৷
২০১৪ সালে এমনই একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন রিওনা কাপুর নামে জনৈক ব্যক্তি৷ ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল৷