যুবতী স্ত্রীর উপর যৌন তাণ্ডব, তিন তালাক দিয়ে শ্রীঘরে বৃদ্ধ স্বামী

আজমি: সংসদে পাস হয়েছে তিন তালাক বিরোধী আইন৷ কিন্তু, আইন পাস হওয়ার পরও যুবতী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগে বছর ৬০-এর বৃদ্ধের বিরুদ্ধ৷ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বছর ২৬-এর যুবতী স্ত্রী৷ অভিযুক্ত ওই ব্যক্তি আজমির দরগার কেয়ারটেকার বলে জানিয়েছে পুলিশ৷ পুলিস জানিয়েছে, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সালিমুদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা৷

যুবতী স্ত্রীর উপর যৌন তাণ্ডব, তিন তালাক দিয়ে শ্রীঘরে বৃদ্ধ স্বামী

আজমি: সংসদে পাস হয়েছে তিন তালাক বিরোধী আইন৷ কিন্তু, আইন পাস হওয়ার পরও যুবতী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগে বছর ৬০-এর বৃদ্ধের বিরুদ্ধ৷ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বছর ২৬-এর যুবতী স্ত্রী৷

অভিযুক্ত ওই ব্যক্তি আজমির দরগার কেয়ারটেকার বলে জানিয়েছে পুলিশ৷ পুলিস জানিয়েছে, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সালিমুদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা৷ করা হয়েছে গ্রেপ্তার৷ আজমির থানার এসএইচও হেমরাজ জানিয়েছেন, ২০১৭ সালে বিয়ে হয় ওই দম্পতির৷ মহিলার অভিযোগ, গত একমাস ধরে তাঁকে হেনস্তা করা হচ্ছিল৷ চালানো হচ্ছে যৌন অত্যাচার৷ তিন তালাক নিয়ে নয়া আইন ব্যবহার করার জন্য তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =