সুখবর! সেট টপ বক্স, DTH না পাল্টেই বদল করা যাবে অপারেটর

সুখবর! সেট টপ বক্স, DTH না পাল্টেই বদল করা যাবে অপারেটর

নয়াদিল্লি: ভারতের কেবল টিভি ও DTH পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন৷ এবার সেট টপ বক্স ও DTH পরিষেবার ক্ষেত্রে বদল করা যাবে অপারেটর৷ সেট টপ বক্স ও DTH পরিবর্তন না করেই বদতে নেওয়া যাবে অপারেটর৷ গ্রাহকদের এমনই সুখবর দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রক৷ নয়া এই পরিষেবা বাধ্যতামূলক করারও সুপারিশ করেছে টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া৷

এতদিন অপারেটর বদলাতে করতে গেলে পরিবর্তন করতে হত সেট টপ বক্স ও DTH৷ তাতে খরচ বেড়ে যেতে গ্রাহকদের৷ কিন্তু এখন ইনটার অপারেবিলিটি যুক্ত পরিষেবা যুক্ত হওয়ায় সেট টপ বক্স ও ডিটিএইচ না পরিবর্তন করে পছন্দ অনুযায়ী অপারেটর বেছে নেওয়া যাবে৷ পুরানো বক্সের মাধ্যমেও মিলবে পরিষেবা৷ তবে এই পরিষেবার জন্য ইন্টারফেস যুক্ত ইউএসবি পোর্টযুক্ত বক্স থাকা প্রযোজন৷

গোটা বিষয়টি পর্যবেক্ষণের তথ্য সম্প্রচার মন্ত্রককে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ বর্তমানে ডিটিএইচ ও সেট টপ বক্সে ইনটার অপারেবিলিটি নেই৷ ফলে, অপারেটার বাছাইয়ের ক্ষেত্রে তা পরিপন্থী৷ ফলে, এখন ওই পরিষেবা জন্য ইনটার অপারেবিলিটি যুক্ত বক্স বাধ্যতামূলক করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =