কলকাতা: ভারতের এই চরম পরিস্থিতির মধ্যেই এবার সুখবর দিল প্রতিরক্ষা মন্ত্রক। আর্মি, নেভি ও এয়ারফোর্স কর্মীদের চিকিৎসার কথা ভেবে, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য খোলা হল একটি হেলথ পোর্টাল৷ এই নতুন পোর্টালটির নাম দেওয়া হয়েছে ‘Services e-Wellness Assistance & Tele-consultation’ বা SeHAT৷
এই নতুন পোর্টালের উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বায়ুসেনা সেনা এবং নৌসেনা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই পোর্টালের দ্বারা সহজেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন বলে জানানো হয়েছে৷ এমনকি দরকার হলে টেলিফোনে কথা বলে ওষুধও পাওয়া যাবে৷ আশা করা হচ্ছে, এই নতুন পোর্টালের মাধ্যমে উপকৃত হবেন ৪ কোটিরও বেশি মানুষ৷ মূলত সেনাবাহিনিরা বেশি উপকার পাবেন৷ কারণ ফেলে আসা করোনা পরিস্থিতি থেকে আজ প্রায় দেড় বছর হতে চলল, দেশের সেনাবাহিনীর জওয়ানরা অক্লান্ত পরিশ্রম করছেন৷ করোনা কালে তাঁরাও প্রচুর কাজ করছেন, একথা অস্বীকার করার নয়৷ ভারতের এই প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা যেভাবে উপকার করছেন, সে কথাও রাজনাথ সিং জানান৷ আর এই নতুন পোর্টাল তাঁদের এক ছোট্ট উপহারই বলা চলে৷ তাতে সেনা সামান্য উপকার হলেও হতে পারে জানিয়েছেন রাজনাথ৷
চিকিৎসার ক্ষেত্রে ওষুধও আসবে বাহিনীর নিজস্ব স্টোর থেকে। এই পোর্টালের মাধ্যমে দেশের সেনারা এই চিকিৎসা পরামর্শ পাবেন প্রতিরক্ষা বাহিনীর চিকিৎকদের থেকেই। এমনকি ৭৫ বছরের বেশি বয়সী প্রাক্তন কর্মীদের ওই পরামর্শ পাওয়ার জন্যও অপেক্ষা করতে হবে না। আশা করা হচ্ছে এর ফলে ভালোই সুবিধা পাবেন দেশের কয়েক লক্ষ জওয়ান৷