২০০ টাকা ‘স্পেশাল’ দাম, পরে ভ্যাকসিনের মূল্য হবে ১০০০: আদার পুনাওয়ালা

২০০ টাকা ‘স্পেশাল’ দাম, পরে ভ্যাকসিনের মূল্য হবে ১০০০: আদার পুনাওয়ালা

নয়াদিল্লি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহ শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আগামী ১৬ তারিখ থেকে টিকাকরণ শুরু হয়ে যাবে ভারতবর্ষে, এমনটাই গতকাল জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন অন্যান্য দেশের তুলনায় ভারতের ভ্যাকসিনের মূল্য অনেক কম হবে। সেই প্রেক্ষিতে জানা গিয়েছিল, ডোজ প্রতি ভ্যাকসিনের মূল্য ২০০ টাকা, প্রাথমিক পর্যায়ে ৩ কোটি ডোজের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা স্পষ্ট করে দিলেন, আপাতত ভ্যাকসিনের মূল্য ২০০ টাকা হলেও পরবর্তী ক্ষেত্রে তা বাড়ানো হবে। 

পুনাওয়ালা জানাচ্ছেন, প্রাথমিক পর্যায়ে দেশের সাধারণ মানুষ, গরীব এবং স্বাস্থ্যকর্মীদের সুবিধার জন্যই ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে করানো ভাইরাস ভ্যাকসিনের। ভারত সরকারের অনুরোধে মেনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে বাজারে ১০০০ টাকা মূল্যে এই ভ্যাকসিন বিক্রি করা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, প্রাথমিক পর্যায়ে যে ভ্যাকসিন সরকারকে বিক্রি করা হয়েছে তাতে কোনো লাভ রাখেননি তারা, কারণ এই ভ্যাকসিনের প্রকৃত মূল্যই ২০০ টাকা। তাই পরবর্তী ক্ষেত্রে লাভ রেখেই ভ্যাকসিন বিক্রি করা হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, ভারত ছাড়াও আফ্রিকা, দক্ষিণ আমেরিকাতেও ভ্যাকসিন সরবরাহ করার চেষ্টা করা হবে। যাতে প্রত্যেকের সুবিধা হয়।

 

 

তিনি আরো জানাচ্ছেন, প্রত্যেক মাসে ৭-৮ কোটি ভ্যাকসিন বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। পুরো বছর জুড়ে দেশের প্রত্যেক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২০২১ সালে এটাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন পুনাওয়ালা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই বিষয়ে পরিকল্পনা রয়েছে এবং ভারত ছাড়া অন্যান্য দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, প্রথম দফায় ৩ কোটি ডোজের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার, টিকাকরণের কোনও খরচ রাজ্যকে বহন করতে হবে না। পাশাপাশি তিনি এও জানান, করোনা ভাইরাস টিকার প্রতি ডোজের দাম হবে ২০০ টাকা। প্রথম পর্যায়ে যাদের ভ্যাকসিন প্রদান করা হবে তারা হলেন স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং পুলিশকর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =