নয়াদিল্লি: গরুর দুধে সোনা কিংবা গোমূত্রে ক্যানসার সারার কথা তো শুনেছেন। কিন্তু এসব এখন অতীত। করোনার মতো মারণ ভাইরাসকেও রুখবে গোমূত্র আর গোবর, এমনই দাবি বিজেপি বিধায়কের। গরু পাচার বিষয়ে একটি আলোচনা চলাকালীন এমনই মন্তব্য করে বসলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া।
করোনাভাইরাসের মোকাবিলায় গোটা বিশ্বের কপালে ভাঁজ। আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। মৃত্যুও হয়েছে কয়েক হাজার মানুষের। অথচ এখনও পর্যন্ত কোনও দেশই বিশেষ সুবিধা করতে পারেননি এই ভাইরাসকে রোখার ক্ষেত্রে। এরই মধ্যে বিধানসভায় 'বেফাঁস' মন্তব্য করে বসলেন সুমন হরিপ্রিয়া। এদিন বাজেট নিয়ে আলোচনায় গরু পাচারের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, 'আমরা সবাই জানি, গোবর কতটা উপকারী। কোনও জায়গায় গোমূত্র ছড়িয়ে দিলে সেই স্থান পবিত্র হয়ে যায়। আমি বিশ্বাস করি গোমূত্র এবং গোবরের ব্যবহারে করোনাভাইরাসও সেরে যাবে।'
অসমের বিজেপি বিধায়কের এহেন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নেটিজেনদের একাংশ এই প্রসঙ্গেই তুলে ধরছেন গোমূত্রে ক্যানসার সারার কথা। কেউ কেউ আবার গরুর দুধে সোনার প্রসঙ্গও তুলেছেন। তবে এর আগেও এমন মন্তব্য করতে শোনা গেছে সুমন হরিপ্রিয়াকে। বাংলাদেশের অর্থনীতিতে গরু পাচারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'বিশ্বে গো-মাংস বিক্রির অন্যতম বৃহত্তম দেশ বাংলাদেশ। সেগুলি সব এই দেশের গরু।'
তবে 'করোনা ভাইরাস দমনে গোমূত্র ও গোবরের তত্ত্ব' নিয়ে মন্তব্য এর আগেও শোনা গেছে হিন্দু মহাসভার প্রেসিডেন্টের মুখে। এমনকী, করোনা ভাইরাসের আতঙ্ক দূর করতে বিশেষ যজ্ঞের আয়োজন করতে চায় হিন্দু মহাসভা, এমনও বলেছিলেন তিনি। সংবাদসূত্রের দাবি, হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ বলেছিলেন, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে।