কুম্ভমেলা থেকে গ্রেফতার সিরিয়াল কিলার

লখনউ: সাধুবেশে গা ঢাকা দিয়েছিল কুম্ভ মেলায়৷ শেষ রক্ষা হল না৷ শেষ প্রযন্ত পুলিশের জালে সিরিয়াল কিলার কালুয়া প্যাটেল ওরফে সাই বাবা ওরফে সুভাষ৷ যার মাথার দাম একসময় ঘোষণা করা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা৷ পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১০ জনকে নৃশংশভাবে খুন করেছিল কালুয়া৷ এবারেও সেরকমই কিছু একটার প্ল্যান ছিল৷ কেননা

কুম্ভমেলা থেকে গ্রেফতার সিরিয়াল কিলার

লখনউ: সাধুবেশে গা ঢাকা দিয়েছিল কুম্ভ মেলায়৷ শেষ রক্ষা হল না৷ শেষ প্রযন্ত পুলিশের জালে সিরিয়াল কিলার কালুয়া প্যাটেল ওরফে সাই বাবা ওরফে সুভাষ৷ যার মাথার দাম একসময় ঘোষণা করা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা৷

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১০ জনকে নৃশংশভাবে খুন করেছিল কালুয়া৷ এবারেও সেরকমই কিছু একটার প্ল্যান ছিল৷ কেননা তার কাছে থেকে রক্ত লাগানো কুঠার, ধারালো ছুরি ও সামান্য নগদ টাকা পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যেই সে জেরাতে স্বীকারও করে নিয়েছে সেই কথা৷ তার খুনের কারণও বেশ চমকপ্রদ৷ দেখতে কুৎসিত হওয়ায় প্রায় সময় বিভিন্ন জায়গায় উপহাসের পাত্র হতে হয় তাকে৷ সেই থেকেই মনে জেগে ওঠা প্রতিশোধ নেওয়া স্পৃহা৷ পুলিশও জানিয়েছে, মানসিকভাবে সুস্থ নয় কালুয়া৷ আজ পর্যন্ত যত জনকে সে খুন করেছে, তারা সবাই চেহারা নিয়ে উপহাস করেছিল৷ ধীরে খুন করার নেশায় আসক্ত হয়ে পড়ে সে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =