ফের প্রকাশ্যে কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব, দলীয় পদ পাওয়ার দু’ঘণ্টার মধ্যে ইস্তফা আজাদের

ফের প্রকাশ্যে কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব, দলীয় পদ পাওয়ার দু’ঘণ্টার মধ্যে ইস্তফা আজাদের

b2a8494f5d172d4f84ae3f1123fa4ee2

নয়াদিল্লি: কংগ্রেস শিবিরে ফের বড়সড় ধাক্কা। দলীয় পদকে কেন্দ্র করে প্রকাশ্যে এল সোনিয়া-আজাদ দ্বন্দ্ব। আবারও কংগ্রেসের শীর্ষস্থানীয় কোনও নেতৃত্ব সুর চড়ালেন সোনিয়া গান্ধীর সিদ্ধান্তর বিরুদ্ধে। জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের প্রচার কমিটির দায়িত্ব দেওয়ার দু’ঘণ্টার মধ্যেই সেই কমিটির চেয়ারম্যান পর থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। সূত্রের খবর, প্রচার কমিটি সামলানোর দায়িত্ব পেয়ে খুশি হননি গোলাম নবি আজাদ। এই পদের দায়িত্ব দেওয়ায় তিনি অসম্মানিত বোধ করেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। আর তাই দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে বুধবার সকালে আজাদ প্রচার কমিটির দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য, কংগ্রেসের জি ২৩ নেতাদের অন্যতম মুখ আজাদের এই আকস্মিক পদত্যাগে কার্যত অসস্তিতে জাতীয় কংগ্রেস দল। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরেই উঠতে শুরু করেছে হাজারো প্রশ্ন।

উল্লেখ্য, কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বদের সঙ্গে গোলাম নবি আজাদের সম্পর্কে ফাটল ধরেছিল ২০২০ সাল থেকেই। ওই বছরই জাতীয় কংগ্রেসের যে ২৩ জন নেতা দলনেত্রীর সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চিঠি দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন গোলাম নবি আজাদ। বহুদিন থেকেই দলের অন্দরেই একাধিক পরিবর্তন আনার দাবিতে জানিয়ে সুর চড়িয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সোনিয়ারা মুখে আশা দিলেও হাত খাতায় কলমে কখনোই তাঁর কোনও দাবি মানতে দেখা যায়নি। এই আবহেই মঙ্গলবার সাংগঠনিক কিছু পদের পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল জম্মু-কাশ্মীরের প্রচার কমিটি ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান পদ। এই দুই পদেরই দায়িত্ব দেওয়া হয় গোলাম নবি আজাদকে। কিন্তু দায়িত্ব পাওয়ার দু’ঘণ্টার মধ্যেই আজাদ এই দুই কমিটি থেকে ইস্তফা  দিয়েছেন বলে জানা যায়।

যদিও এখনও পর্যন্ত আজাদের তরফ থেকে ইফতার কারণ নিয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা করা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে প্রচার কমিটি এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়ায় তিনি অসম্মানিত হয়েছেন। প্রকৃতপক্ষে এই পদকে রাজনৈতিক অবনতি বলে মনে হয়েছে তাঁর। কারণ গোলাম নবি আজাদ কংগ্রেসের শীর্ষ কমিটির সদস্য। কংগ্রেসের কেন্দ্রীয় শাসনকালে তিনি যেমন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তেমনি একসময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও হয়েছেন। এমন শীর্ষস্থানীয় নেতাকে ওই পদ প্রদান করায় মোটেই খুশি নন আজাদ এবং তাঁর ঘনিষ্ঠরা। মূলত সেই কারণেই দায়িত্ব পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি এই দুই পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। অন্যদিকে কয়েকদিন আগেই গোলাম নবি আজাদের অন্যতম ঘনিষ্ঠ গোলাম আহমেদ মীরকে কংগ্রেসের জম্মু-কাশ্মীর কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাই নিয়ে সোনিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল। তার মধ্যেই আজাদের এই ইস্তফা সম্পর্কের পারদ আরো কিছুটা বাড়িয়েছে বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *