দলের শোচনীয় হার দেখে পদত্যাগ ১২ বিধায়কের

মনিপুর: নৈতিক কারণে পদত্যাগ করলেন ১২ জন বিধায়ক৷ তবে তাঁরা কেউই দল ছাড়ছেন না৷ দলকে ঢেলে সাজানোর জন্যই সরে দাঁড়াচ্ছেন মনিপুরের ১২ বিধায়ক৷ হারের দায় নিয়ে মনিপুর প্রদেশ কংগ্রেস কমিটিতে থাকে ১২ বিধায়কের৷ মনিপুরের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি জি গোইখামগাম জানিয়েছেন, রাহুল পদত্যাগ করেতে চেয়েছেন৷ আর সেই কারণে তাঁদেরও সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন তাঁরা৷

দলের শোচনীয় হার দেখে পদত্যাগ ১২ বিধায়কের

মনিপুর: নৈতিক কারণে পদত্যাগ করলেন ১২ জন বিধায়ক৷ তবে তাঁরা কেউই দল ছাড়ছেন না৷ দলকে ঢেলে সাজানোর জন্যই সরে দাঁড়াচ্ছেন মনিপুরের ১২ বিধায়ক৷ হারের দায় নিয়ে মনিপুর প্রদেশ কংগ্রেস কমিটিতে থাকে ১২ বিধায়কের৷

মনিপুরের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি জি গোইখামগাম জানিয়েছেন, রাহুল পদত্যাগ করেতে চেয়েছেন৷ আর সেই কারণে তাঁদেরও সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন তাঁরা৷ অনেক রাজ্যেই দলের শক্তি কমে গিয়েছে৷ তাই ১২ জনের পদত্যাগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =