নয়াদিল্লি: চিনের আপত্তির কারণে আগেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদ্যপদের সুযোগ হারিয়েছিল ভারত৷ কিন্তু, করোনা পরবর্তী পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে৷ কূটনৈতিক অবস্থানেও ঘটেছে পরিবর্তন৷ এবার ফেরে আরও এক দফায় নিরাপত্তা পরিষদে সদ্যপদ পেতে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল ভারত৷ তবে, স্থায়ী পদে ভারতের দাবি এখনও ঝুলে৷
জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদে আগামী ১৭ জুন নির্বাচন হওয়ার কথা৷ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র প্রার্থী হিসেবে ভারত নিরাপত্তা পরিষদে নির্বাচিত হওয়ার পথ প্রায় পাকা হয়েছে গিয়েছে৷ প্রচারপর্বও চলছে৷ ৫টি বিষয় অগ্রাধিকার দিতে চলছে প্রচার৷ এই মর্মে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি পুস্তিকাও প্রকাশ করেছে৷ সেখানে ভারতের তরফে যে পাঁচটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, তা তুলে ধরেন তিনি৷
ভারত মূলত যে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে, তার উল্লেখও করেছেন বিদেশমন্ত্রী৷ অগ্রগতির স্বার্থে নতুন সুযোগ তৈরির উপর গুরুত্ব, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন, বিশ্ব সংগঠনের সংস্কার, সুসংহতভাবে আন্তর্জাতিক শান্তি রক্ষা, মানুষের স্বার্থে প্রযুক্তির প্রসারের উপর গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে চলছে প্রচার৷ আর এই যদি সফল হয়, নিরাপত্তা পরিষদে ভারত নির্বাচিত হলে এই নিয়ে আটবার নিরাপত্তা পরিষদের সদ্যপাদ পাবে ভারত৷ দু’বছরের মেয়াদ পাবে ভারত৷