মুম্বই: শহরজুড়ে ক্রমশ করোনা মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নয়ডাতে ১৪৪ ধারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল উত্তর প্রদেশের বুদ্ধ নগরীতে৷ এছাড়াও মহারাষ্ট্র ও নয়ডাতে ১৪৪ ধারা যর দিন বাড়িয়ে ৩০ এপ্রিল করা হবে বলে জানা গিয়েছে৷ করোনা ভাইরাসে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে ১৪৪ ধারা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
১৪৪ ধারা জারি হলে এক জায়গায় একসঙ্গে চারজনের বেশি দাঁড়াতে পারবে না। ফলে জমায়েতের সম্ভাবনা কম হবে। সেইকারণেই ১৪৪ ধারা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার রাতে আই সি এম আর এর তরফ থেকে জানানো হয় যে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্ৰায় ৪,০০০। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫। মারণ ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৈঠকে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার সংকল্প নেন বিশ্বের এই দুই তাবড় নেতা৷
এই অবস্থায় আজ রাত নটায় দেশবাসীকে বাড়ির আলো নিভিয়ে ছাদে কিংবা ঘরের দুয়ারে মোমবাতি, মোবাইল, টর্চের আলো জ্বালিয়ে শক্তি প্রদর্শনের কথা বলেছেন।