ঊর্মিলার লেখা গোপন চিঠি ফাঁস, প্রকাশ্যে ভরাডুবি

মুম্বই: ভোটে যে তিনি পরাজিত হতে পারেন, দলের শীর্ষ নেতাকে চিঠি লিখে আগেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতোণ্ডকর৷ দু’মাস পর সেই চিঠি ফাঁস হওয়া প্রকাশ্যে এল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব৷ অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রীর চিঠি থেকেই স্পষ্ট, দলের উপর তলার সঙ্গে নিচুস্তরের বিস্তর ফারাকই লোকসভায় ভরাডুবির অন্যতম কারণ৷ গত ১৬ মে মুম্বই কংগ্রেসের প্রাক্তন

ঊর্মিলার লেখা গোপন চিঠি ফাঁস, প্রকাশ্যে ভরাডুবি

মুম্বই: ভোটে যে তিনি পরাজিত হতে পারেন, দলের শীর্ষ নেতাকে চিঠি লিখে আগেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতোণ্ডকর৷ দু’মাস পর সেই চিঠি ফাঁস হওয়া প্রকাশ্যে এল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব৷ অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রীর চিঠি থেকেই স্পষ্ট, দলের উপর তলার সঙ্গে নিচুস্তরের বিস্তর ফারাকই লোকসভায় ভরাডুবির অন্যতম কারণ৷

গত ১৬ মে মুম্বই কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট মিলিন্দ দেওরাকে চিঠি লেখেন ঊর্মিলা চিঠিতে তিনি মুম্বই কংগ্রেসের প্রাক্তন প্রধান সঞ্জয় নিরুপমের দুই জন ঘনিষ্ঠের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ কিন্তু সেই গোপন চিঠি প্রকাশ্যে চলে আসতেই অস্বস্তিতে অভিনেত্রী৷ তাঁর মতে, ঘটনাটি দুর্ভাগ্যজনক, কোনওভাবেই অভিপ্রেত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 7 =