করোনা নেগেটিভ, ওমিক্রন পজিটিভ! দেশের দ্বিতীয় মৃত্যু নয়া ভ্যারিয়েন্টে

করোনা নেগেটিভ, ওমিক্রন পজিটিভ! দেশের দ্বিতীয় মৃত্যু নয়া ভ্যারিয়েন্টে

জয়পুর: ওমিক্রন বেশি মাত্রায় সংক্রামক কিন্তু মারণ ক্ষমতা কম, এমনটাই মনে করছেন বিজ্ঞানী এবং গবেষকরা। কিন্তু দেখতে দেখতে ভারতে ওমিক্রনে আক্রান্ত হএ দুজনের মৃত্যু ঘটে গেল। বৃহস্পতিবার মহারাষ্ট্রের এক ব্যক্তি ওমিক্রনে মৃত্যু হয় বলে খবর পাওয়া গিয়েছিল। আর আজ জানা গেল, রাজস্থানের এক বৃদ্ধ মারা গেলেন এই নয়া করোনা প্রজাতিতে আক্রান্ত হয়ে। তিনি করোনা নেগেটিভ ছিলেন বটে, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছিল ওমিক্রন। এই নিয়ে দেশে দ্বিতীয় মৃত্যু হল ওমিক্রন ভ্যারিয়েন্টে।

সূত্রের খবর, যে ব্যক্তি মারা গিয়েছেন তিনি উদয়পুরের বাসিন্দা, ৭৩ বছর বয়সী।  করোনা নেগেটিভ হওয়ার পরও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি তাই তার ফের করোনা পরীক্ষার পর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। তখন দেখা যায় তিনি ওমিক্রন পজিটিভ। একদিকে তার কোমরবিডিটি ছিল, অন্যদিকে তিনি পোস্ট কোভিড সংক্রমণে ভুগছিলেন। অবশেষে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর আগে মহারাষ্ট্রের বাসিন্দা ৫২ বছরের প্রৌঢ়ের প্রাণ কেড়েছিল ওমিক্রন। সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। কিন্তু এই ব্যক্তির বিদেশ ভ্রমণের রেকর্ড আপাতত মেলেনি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। এদিকে, রাজস্থানের ৬৯ জনের শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে। অন্যদিকে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করল৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। প্রায় প্রতিটি রাজ্যে বেড়েছে পজেটিভিটি রেট৷ ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। তবে স্বস্তির বিষয় হল, গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =