স্টিয়ারিং হাতেই হৃদ্‌রোগে আক্রান্ত, ২০ খুদে স্কুল পড়ুয়ার জীবন বাঁচিয়ে মৃত্যু চালকের

কলকাতা: হাতে তখন ধরা স্টিয়ারিং৷ ছুটছে বাস৷ বসার আসনে তখন কচিকাচাদের দল৷ বাস চালাতে চালাতে আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন চালক। তবে বড় দুর্ঘটনার হাত থেকে…

কলকাতা: হাতে তখন ধরা স্টিয়ারিং৷ ছুটছে বাস৷ বসার আসনে তখন কচিকাচাদের দল বাস চালাতে চালাতে আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন চালক। তবে বড় দুর্ঘটনার হাত থেকে কোনও ভাবে পড়ুয়াদের বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাস চালক। তামিলনাড়ুর তিরুপুর জেলার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার ২০ জন পড়ুয়াকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বাস চালক সেমালাইয়াপ্পান (৪৯)। মাঝ রাস্তায় আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। শরীরের পরিস্থিতি বেগতিক দেখেই রাস্তার পাশে বাসটিকে দাঁড় করিয়ে দেন তিনি৷ পড়ুয়ারা তখনও জানে না হঠাৎকেন বাস দাঁড় করিয়ে দিলেন বাস কাকু৷ এক পড়ুয়া চালকের আসনের সামনে যেতেই দেখে, চালক অচৈতন্য হয়ে পড়েছেন। এর কিছুক্ষণে মধ্যেই মৃত্যু হয় তাঁর৷