পড়ুয়াদের নিয়ে উলটে গেল বাস, ভয়াবহ ঘটনায় মৃত ৫

পড়ুয়াদের নিয়ে উলটে গেল বাস, ভয়াবহ ঘটনায় মৃত ৫

ইম্ফল: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল স্কুল পড়ুয়ারা। মণিপুরে উলটে গেল পড়ুয়া বোঝাই বাস। এই ঘটনার সময়ে বাসের মধ্যে ৩৬জন ছাত্রছাত্রী ও স্টাফেরা ছিলেন বলে জানা গিয়েছে। পাঁচজন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। আবকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন- দুই মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ ইমরানের! ভাইরাল অডিয়ো ক্লিপ, ভুয়ো বলছে দল

জানা গিয়েছে, মণিপুরের নোনি জেলায় ওল্ড কাছার রোডে আচমকাই দুর্ঘটনার মুখোমুখি হয় হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের এই বাসটি। রাস্তার বাঁকের মুখে উলটে যায় সেটি। পুলিশ সূত্রে খবর, বাসে করে বাৎসরিক শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলেন স্কুলের স্টাফ এবং পড়ুয়ারা। সেখান থেকে ফেরার সময়েই এই দুর্ঘটনা ঘটে। ৫ জনের মৃত্যুর খবর আপাতত মিললেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আপাতত কয়েকজন জখম ছাত্রকে ইম্ফলের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখন নিশ্চিতভাবে জানা যায়নি। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ঘটনাস্থলে গিয়েছেন এবং টুইট করে শোক বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসের গতি কিছু বেশি ছিল। শেষ মুহূর্তে তা সামাল দিতে পারেনি চালক, তাতেই এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twenty =