BREAKING: এবার রথযাত্রা না হলে খুশি হবেন জগন্নাথদেব, পুরীর রথে সুপ্রিম নিষেধাজ্ঞা

BREAKING: এবার রথযাত্রা না হলে খুশি হবেন জগন্নাথদেব, পুরীর রথে সুপ্রিম নিষেধাজ্ঞা

 

নয়াদিল্লি: পুরীর রথ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত৷ জামায়াতের কারণে রথযাত্রা স্থগিত করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ করোনা জেরে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে আদালত জানিয়ে দেওয়া হয়েছে৷ এবছর রথযাত্রার না করলে ভগবান জগন্নাথদেব খুশি হবেন৷ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের৷

করোনা আবহে পুরীর রথযাত্রা করা যাবে কি না তা নিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ আজ ছিল সেই মামলার শুনানি৷ শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মতামত জানার পর, জনগণের স্বার্থ ও নিরাপত্তা বিবেচনা করে পুরীর রথ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত৷ আগামী ২৩ জুন রথযাত্রা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত৷ রাজ্য সরকারকে ইতিমধ্যেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, পুরীর আশেপাশে যাতে কোনোভাবেই রথযাত্রার অনুমতি না দেওয়া হয়৷ কোনও জমায়েত যাতে না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে৷ ভগবান জগন্নাথ দেবের ভক্তদের স্বাথে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সংক্রমণের জন্য এবার ১০-১২ লাখ মানুষের জমায়েত করা হবে না৷ হাতি দিয়ে রথ টানা হবে৷ মাত্র ১০ হাজার ভক্ত আনিয়ে উৎসব করার পরিকল্পনাও ছিল কমিটির৷ কিন্তু আদালতে জানিয়ে দিয়েছে, এই ১০ হাজার মানুষ যদি একটা জমায়েত করেন, তাহলেও সংক্রমণ ছড়াতে পারে৷ তাই এ বছর আর রথযাত্রা না করলেও চলবে৷ এমনকি রাজ্য সরকার কেও কাউকে অনুমতি দেবে না৷

এদিন সলিসিটর জেনারেল তুশার মেহতা আদালতকে জানানোর চেষ্টা করেন, এবার অন্য বিকল্প পদ্ধতিতে রথযাত্রা করানো হোক৷ কিন্তু সুপ্রিমকোর্টের তরফে জানানো হয়েছে, এ বছর যদি রথ না বের করা হয় তাহলে খুশি হবেন ভগবান৷ ভক্তের জন্যই এই নির্দেশ বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =