CBI-এর ‘অপব্যবহার’ করেছে কেন্দ্র! রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

কলকাতা: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে সিবিআই৷ প্রথম থেকেই এই অভিযোগ করে আসছে তৃণমূল৷ রাজ্যের শাসকদলের সেই অভিযোগকেই মান্যতা দিল শীর্ষ আদালত৷ বুধবার বিচারপতি বিআর গাভাই…

Supreme Court Bail Observation Supreme Court ruling on shop signboards Supreme Court rejects shop signboard rule

কলকাতা: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে সিবিআই৷ প্রথম থেকেই এই অভিযোগ করে আসছে তৃণমূল৷ রাজ্যের শাসকদলের সেই অভিযোগকেই মান্যতা দিল শীর্ষ আদালত৷ বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র সিবিআইয়ের অপব্যবহার করছে বলে পশ্চিমবঙ্গ সরকারের যে অভিযোগ রয়েছে, তা গ্রহণযোগ্য৷ সিবিআই এফআইআর দায়ের করতে গেলে যে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে৷

 

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের অবাধ ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে নেওয়ার পরেও রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করে সিবিআই৷ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। পাল্টা কেন্দ্রের দাবি ছিল, সিবিআই স্বাধীন সংস্থা, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *