Aajbikel

বৈজ্ঞানিক সমীক্ষায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, জ্ঞানবাপী মসজিদের ইস্যুতে জটিলতা বহাল

 | 
জ্ঞানবাপী মসজিদ চত্বরে শিবলিঙ্গ? এলাকার সিলের নির্দেশ আদালতের

নয়াদিল্লি: উত্তর প্রদেশের জ্ঞানবাপী মসজিদের অন্দর উদ্ধার হওয়া 'শিবলিঙ্গ' নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যেখান এই 'শিবলিঙ্গ' উদ্ধার করা হয়েছে সেই অংশে বৈজ্ঞানিক সমীক্ষা ও ‘কার্বন ডেটিং’ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এলাহাবাদ হাইকোর্ট ইস্যুতে ‘কার্বন ডেটিং’-এর নির্দেশ দিয়েছিল। সেটাই আপাতত পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

কয়েকদিন আগেই এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল জ্ঞানবাপী মসজিদ পরিচালন কমিটি। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এই ইস্যুতে কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান। তিনি আগেই 'কার্বন ডেটিং'-এর ফলে ওই কাঠামোয় ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও মসজিদ কর্তৃপক্ষ এই রায়ে খুশি হতে পারেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট কাঠামোটি ‘ওজু খানা’র একটি ঝর্ণার অংশ, যেখানে নামাজের আগে ‘ওজু’ করা হয়। 

Around The Web

Trending News

You May like