বিবাহ বিচ্ছেদের দিন থেকেই খোরপোশ পাবেন স্ত্রী-সন্তান, সুপ্রিম রায়

বিবাহ বিচ্ছেদের দিন থেকেই খোরপোশ পাবেন স্ত্রী-সন্তান, সুপ্রিম রায়

নয়াদিল্লি: বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আবেদনের প্রথম দিন থেকে যাতে  স্ত্রী-সন্তান খোরপোশ পেতে পারে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত৷ বুধবার একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নির্দেশে এখন থেকে খোরপোশের আবেদনের দিন থেকেই সেই সুবিধা পাওয়া যাবে৷ এতদিন হিন্দু বিবাহ আইনে কোনও সময়ের উল্লেখ ছিল না৷

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, মহিলারা বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণপোষণে জন্য দীর্ঘ দিন ধরে লড়াই করছেন৷ মামলা লড়তে গিয়ে তাঁদের চূড়ান্ত আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ তাঁদের অধিকার থেকে কখনও বঞ্চিত করা ঠিক নয়৷ ভরণপোষণে আবেদনের দিন থেকেই তাঁরা যাতে সেই সুবিধা পান, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে আদালত৷

রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি সুভাষ রেড্ডির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ‘আর্থিক সমস্যার শিকার স্ত্রীদের পক্ষে আদালতে মামলা লড়া সম্ভব হয়ে ওঠে না৷ তাঁদের আর্থিক সমস্যা যাতে আরও দীর্ঘ না হয়, আদালতে ভরণপোষণে আবেদন জানানোর দিন থেকেই তাঁদেরদ অর্থ পেতে শুরু করবেন৷ তাতে তাঁদের আর্থিক ভাবে উপকার হবে৷ হিন্দু বিবাহ আইনে খোরপোশদেওয়ার নির্দিষ্ট কোনো সময় সম্পর্কে উন্নেখ নেই৷ ফলে, বিষয়টি নিয়ে দ্রুত আলোচনার প্রয়োজন আছে বলেও জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =