Supreme Court
নয়ডা: উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৩০-এ ঘটে গিয়েছে চরম ঘটনা। খুন হলেন সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবী রেণু সিংহ। তাঁর ভাইয়ের অভিযোগ, বোনকে খুন করেছে তাঁর স্বামীই। ঘটনাচক্রে যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকেই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। তিনি ৩৬ ঘণ্টা সেখানে লুকিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, নয়ডার সেক্টর ৩০-এর অভিজাত বাংলো থেকে শনিবার উদ্ধার হয়েছে ওই আইনজীবীর দেহ। আর ফোনে আড়ি পেতে বাংলোর গুদামঘর থেকেই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনে নয়ডার ওই বাংলোয় থাকতেন। রেণুর ভাই পুলিশে কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন যে, তাঁর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। আগে থেকেই তাঁর স্বামীকে নিয়ে সন্দেহ ছিল। তাই সঙ্গে সঙ্গে পুলিশকেও সে কথা জানান তিনি। পুলিশ মহিলার স্বামীর সঙ্গেও যোগাযোগ করতে পারেনি। সন্দেহ বাড়ায় ফোনে আড়ি পাতার চেষ্টা করা হয়। পরে পুলিশ ওই বাংলোয় গিয়ে তল্লাশি শুরু করলে ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গিয়েছে, বাড়ি বিক্রি নিয়ে ওই দম্পতির প্রায়ই ঝামেলা হত। আর শেষমেষ সেই কারণের জন্যই এই খুনের ঘটনা। বাংলোর শৌচালয় থেকে রেণুর দেহ উদ্ধার করা হয়েছে এবং গুদাম থেকে গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী। বচসার জেরেই খুন বলে অনুমান পুলিশের। এই ঘটনার পর ভয়তে আর বাড়ির বাইরে না বেরিয়ে ৩৬ ঘণ্টা এখানেই লুকিয়ে ছিলেন ব্যক্তি।