নয়াদিল্লি: প্রকাশ্যে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য৷ দেশজুড়ে সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের গুচ্ছ মানহানি মামলা৷ বেগতিক বুঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বড়সড় স্বস্তি পেলেন অর্ণব৷
দেশজুড়ে দায়ের হওয়া মামলার জেরে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন অর্ণব৷ আজ মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ৩ সপ্তাহের মধ্যে অর্ণবকে গ্রেফতার করতে পারবে না পুলিশ৷ তবে, এর মধ্যে ওই সাংবাদিক অগ্রিম জামিনের আবেদন করতে পারবেন৷ ফলে, তখনও তাঁর গ্রেফতারির উপর বিধিনিধিষ জারি হতে পারে৷ গ্রেফতারি আইনি রক্ষাকবচ পাওয়ার পাশাপাশি অর্ণবের নিরাপত্তা সুনিশ্চিত করতে মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷
এদিনের মামলার শুনানিতে অর্ণবের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহাতগি৷ মহারাষ্ট্রের পক্ষে ছিলেন কপিল সিবাল থেকে শুরু করে মণীশ সিঙ্ঘভি, বিবেক তাঙ্খা৷ মামলার শুনানিতে কপিল সিবাল অর্ণবের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন৷ হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ ঘটানোর অভিযোগও তোলা হয়৷ টিভি লাইসেন্সের অপব্যবহার করারও অভিযোগ ওঠে৷ রিপাবলিক টিভির সঞ্চালক কীভাবে সাম্প্রদায়িক রিপোর্টিং করতে পারে, তা নিয়েও ওঠে প্রশ্ন৷ অর্ণবের আইনজীবীরাও পাল্টা প্রশ্ন তোলেন৷
পালঘরের হত্যাকাণ্ডের পর কংগ্রেস কেন চুপ? ইতালিতে জন্মগ্রহণকারী সোনিয়া গান্ধী কি এসে খুশি হয়েছেন? সরাসরি সোনিয়ার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন অর্ণব৷ এই নিয়ে তৈরি হয় বিতর্ক৷ দেশজুড়ে অর্ণবের বিরদ্ধে মানহানির মামলা থেকে শুরু করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে৷ একাধিক এফআইআর দায়ের হয়৷ গ্রেফতারি থেকে বাঁচতে শীর্ষ আদালতে যান অর্ণব৷ ওই দিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মধ্যরাতে অর্ণবের ওপর হামলা হয়৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷