BREAKING: ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বসতে পারেন মহিলারা! নির্দেশ সুপ্রিম কোর্টের

BREAKING: ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বসতে পারেন মহিলারা! নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় এবার থেকে বসতে পারবেন মহিলারা! আজ এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি লিঙ্গ বৈষম্যের ইস্যু তুলে কড়া সমালোচনা করেছে দেশের সর্বোচ্চ আদালত। পরীক্ষায় মহিলাদের অন্তর্ভুক্তির ব্যাপারে অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছে আদালতের তরফে। আগামী ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই পরীক্ষায় বসতে পারবেন মহিলারা। আজ বিচারপতি সঞ্জয় কিষাণ কল এবং ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী রায় দিয়েছে। মহিলারা যাতে এনডিএ পরীক্ষায় বসতে পারেন সেই জন্য রিট পিটিশন দাখিল করেছিলেন কুশ কালরা নামের এক ব্যক্তি। তার আবেদনের ভিত্তিতে এমন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে নাক গলাবে না তারা! স্পষ্ট করল তালিবান

যে রিট পিটিশন দাখিল করা হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছিল যে ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৬ এবং ১৯ ধারা লংঘন করা হচ্ছে মহিলাদের এই পরীক্ষায় বসার সুযোগ না দিয়ে। স্পষ্ট দাবি করা হয়েছিল যে শুধুমাত্র লিঙ্গের কারণে এই পরীক্ষায় বসার উপযুক্ত মহিলাদের অনুমতি দেওয়া হচ্ছে না এবং এর জন্য সংবিধানের একাধিক ধারা লঙ্ঘিত হচ্ছে। এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের সমান সুযোগ দেওয়া হয় এবং মহিলার সাথে আরো সুযোগ পান তার পদক্ষেপ নেওয়া হয়েছে। এইরকম কোন সাংবিধানিক ধারা লংঘন করা হয়নি যাতে মহিলারা সেনাবাহিনীতে যোগদান না করতে পারেন। যদিও এই মামলায় সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে মহিলাদের হয়ে রায় দিয়েছে এবং স্পষ্ট জানানো হয়েছে যে এনডিএ প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =