BREAKING: পুরীর রথযাত্রায় সুপ্রিম অনুমতি, থামবে না রথের চাকা

BREAKING: পুরীর রথযাত্রায় সুপ্রিম অনুমতি, থামবে না রথের চাকা

 

নয়াদিল্লি: আগেই আপত্তি জানিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ পরুরীর রথযাত্রার উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা৷ এবার আগেই নির্দেশ সংশোধন করে শর্তসাপেক্ষে পুরীর রথ যাত্রার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

আজ রায় রায় পুনর্বিবেচনা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, করোনা স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রার বের হতে পারে৷ শুধুমাত্র সেবায়েতরা শর্তসাপেক্ষে পুরী রথযাত্রায় অংশ নিতে পারবেন৷ করোনা গাইডলাইন মেনে রথ বার করা হবে৷ পরুরী জগন্নাথ দেবের রথ ছাড়া অন্য কোনও রথ বেরোবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েথথে৷ এছাড়া অন্য কোথাও বেরোবে না রথ৷ জানিয়ে দিয়েছে আদালত৷শুধুমাত্র জগন্নাথ দেবের রথ বেরোতে পারবে, তবে কোনও জমায়েত হবে না বলেও জানানো হয়েছে দেশের শীর্ষ আদালত৷ ওডিশা জুড়ে যে সমস্ত ছোট বড় রথ রথ হত, সেগুলির উপর নিষেধাজ্ঞা জারি থাকছে৷ জনস্বার্থে এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে৷

রথের দিন মন্দির চত্বরে কার্ফু জারি করে হবে রথযাত্রা৷ শুধুমাত্র সাবায়েত ও পুলিশ ছাড়া কোনও পুণ্যার্থী ওই রথযাত্রায় অংশ নিতে পারবে না বলেও জানানো হয়েছে৷ করোনা নেগেটিভ হলেই সেবায়েতরা অংশ নিতে পারেন বলেও জানান হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রাধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে সাফ জানিয়ে দিয়েছেন, ধর্মীয় রীতি মেনে রথের অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করা হবে না৷ শুধুমাত্র মন্দিরকমিটি রথে অংশ নিতে পারবেন৷ বাইরে থেকে কেউ অংশ নিতে পারবেন না৷ মন্দির চত্বরে করোনা হবে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা৷ জীবাণুমুক্ত করার কাজও চলবে৷

এবছর রথযাত্রার না বেরোলে জগন্নাথ দেব খুশি হবেন৷ করোনা সংক্রমণ রুখতে রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দেশের শীর্ষ আদালত৷ কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টের রায় রায় পুনর্বিবেচনার আর্জি জানান মন্দির কর্তৃপক্ষ৷ জানানো হয়, এ বছর রথযাত্রা না বার করা গেলে অনুযায়ী ১২ বছর রথের চাকা গড়ানো যাবে না৷ ধর্মীয় রীতিনীতি মেনে অবশেষে শর্তসাপেক্ষে রথযাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার তুলে শর্তসাপেক্ষে রথযাত্রায় অনুমতি দিল দেশের শীর্ষ আদালত৷ ধর্মীয়রীতি অনুযায়ী রথের চাকা গড়ালেও কোন রকম ভির করা যাবে না অথবা কোনও জমায়েত হবে না বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *