Aajbikel

মমতার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে গেলেন ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতারা

 | 
কেরলা স্টোরি সুপ্রিম কোর্ট

 নয়াদিল্লি: সদ্য মুক্তি পাওয়া বাঙালি পরিচালকের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে বিতর্কের ঝড়৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এই বিতর্কিত ছবির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন ছবির প্রযোজক। আগামী ১২ মে, শুক্রবার এই মামলার শুনানি। এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ।


গত ৮ মে ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ সিনেমা (রেগুলেশন) অ্যাক্টের আওতায় ‘দ্য কেরালা স্টোরি’কে রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির নির্মাতারা। প্রবীণ আইনজীবী হরিশ সালভে এদিন এই মামলায় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি জানান, তিনি আগামী ১৫ মে এই মামলাটি শুনতে পারেন। ওই দিন এই সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিও রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু আইনজীবী সালভে বিচারপতিদের জানান, নিষেধাজ্ঞার জেরে প্রযোজকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের পর আরও একটি রাজ্য ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারির ভাবনা চিন্তা করছে। তাই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি প্রয়োজন। তাঁর এই বক্তব্য শোনার পর ১২ মে, মামলাটি শুনতে সম্মতি জানায় প্রধান বিচারপতির বেঞ্চ৷  

নির্মাতাদের জোড়া আবেদন, প্রথমত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দ্বিতীয়ত, তামিলনাড়ুতে যে সমস্ত সিনেমা হলে এই ছবির প্রদর্শন হচ্ছে, সেখানে যাতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা দেয়, তা নিশ্চিত করা। বাংলায় এই ছবিটি নিষিদ্ধ হলেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে দ্য কেরালা স্টোরি কর মুক্ত করা হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like