নয়াদিল্লি: কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের (ভিআরএস) জন্য নয়া পরিকল্পনা আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ মানবসম্পদকে কার্যকরী করে তোলা এবং ব্যাঙ্কের ব্যয় কমানোর জন্যই এই পরিকল্পনা করেছে এসবিআই৷ এর ফলে কমপক্ষে ৩০ হাজার ১৯০ জন কর্মী ভিআরএস নিতে পারবেন বলে জানা গিয়েছে৷
পিটিআই জানিয়েছে, প্রস্তাবিত প্রকল্পটির নাম ‘সেকেন্ড ইনিংস ট্যাপ ভিআরএস-২০২০’ ৷ এই প্রকল্পে যে সকল কর্মীরা নিজেদের কর্মদক্ষতার শীর্ষে নেই, বা যাঁরা কর্ম জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, এই প্রকল্পে তাঁরা সম্মানের সঙ্গে চাকরি ছাড়ার সুযোগ পাবেন কর্মীরা৷ এছাড়াও কর্মীদের কোনও ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বা ব্যাঙ্কের বাইরে অন্য কোনও ব্যক্তিগত-পেশাদারি জীবন কাটাতেও চাইলে এবার সেই সুযোগ মিলবে।
আরও পড়ুন- নয়া শিক্ষানীতিতে কোন কোন বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? বললেন প্রধানমন্ত্রী
‘সেকেন্ড ইনিংস ট্যাপ ভিআরএস-২০২০ প্রকল্প অনুসারে, সকল স্থায়ী অফিসার ও কর্মী, যাঁরা ২৫ বছর কর্ম জীবন অতিবাহিত করেছেন বা যাঁদের বয়স ৫৫ বছরের বেশি তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন৷ ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন জমা নেওয়া হবে।
ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘যে সকল কর্মীদের ভিআরএস-এর আবেদন মঞ্জুর করা হবে, তাঁদের চাকরি জীবনের অবশিষ্ট সময়ে বেতনের ৫০ শতাংশ এক্স-গ্রাসিয়া দেওয়া হবে৷ সর্বাধিক ১৮ মাসের বেতন অনুসারে এই টাকা দেওয়া হবে৷’’ যাঁরা ভিআরএস নিতে ইচ্ছুক, তাঁদেক গ্র্যাচুয়িটি, পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেল বেনিফিটও দেওয়া হবে৷
আরও পড়ুন- শিবসেনার ‘লেজে পা’! কঙ্গনার সুরক্ষায় Y+ নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকের
এছাড়াও বলা হয়েছে, নয়া প্রকল্প অনুযায়ী যাঁরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করবেন, তাঁরা দু'বছরের কুলিং-অফ পিরিয়ডের পর ফের ব্যাঙ্কে যোগ দিতে পারবেন। যেদিন অবসর নেবেন, সেদিন থেকে ওই দু'বছরের মেয়াদ হিসেবে করা হবে। এই মূহূর্তে মোট ২ লক্ষ ৪৯ হাজার কর্মী রয়েছে এসবিআই-এ৷ এর মধ্যে ১১ হাজার ৫৬৫ জন অফিসার এবং ১৮ হাজার ৬২৫ জন কর্মী এসবিআই এর ভিআরএস প্রকল্পের সুবিধা নিতে পারবেন৷ যদি ৩০ শতাংশ অফিসার এবং কর্মী অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন, তাহলে ব্যাঙ্কের প্রায় ২,১৭০.৮৫ কোটি টাকা খরচ কমবে৷