২০২০ থেকে বদলে যাচ্ছে SBI-এর টাকা তোলার নিয়ম, আসছে OTP ব্যবস্থা

নতুন বছরের নয়া চেহারায় ফিরতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ আগামী পহেলা জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবস্থা বাধ্যতামূলক করছে এসবিআই৷

নয়াদিল্লি: নতুন বছরের নয়া চেহারায় ফিরতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ আগামী পহেলা জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবস্থা বাধ্যতামূলক করছে এসবিআই৷

এটিএমে সুরক্ষার স্বার্থে ওটিপি নির্ভর লেনদেন শুরু করার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে স্টেট ব্যাংক৷ আগামী পয়লা জানুয়ারি রাত আটটার পর থেকে সকাল আটটার মধ্যে এটিএম ব্যবস্থা সক্রিয় হবে ওটিপি ব্যবস্থা৷ এটিএমে গিয়ে ওটিপি দিলেই তোলা যাবে টাকা৷ ১০ হাজার টাকার বেশি টাকা তোলার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে৷

টাকা তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবস্থা পয়লা জানুয়ারি থেকে কার্যকর করছে এসবিআই৷ এটিএম এ জালিয়াতি রুখতে এই পদক্ষেপ বলে জানিয়েছে এসবিআই৷ এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর হবে৷ ওটিপির মাধ্যমে তোলা যাবে টাকা৷ এসবিআইয়ের এটিএমে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবস্থা রাত ৮ টা থেকে সকাল আটটা পর্যন্ত কার্যকর থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *