আমানতকারীদের জন্য সুখবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

আমানতকারীদের জন্য সুখবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

নয়াদিল্লি: আমানতকারীদের জন্য সুখবর৷ ফিক্সড ডিপোজিটের উপর সুদ বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ এক বছরের জন্য ফিক্সড করলে এই সুবিধা মিলবে না৷ এসবিআই-এর তরফে জানানো হয়েছে, ২ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়নো হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারি থেকে ফিক্সজ ডিপোজিটে নয়া সুদের হার কার্যকর হবে৷ 

আরও পড়ুন- বিয়েবাড়ির অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত্যু ১৩ মহিলার, শোকপ্রকাশ মোদীর

স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে, আগে ২ থেকে ৩ বছর মেয়াদি স্থায়ী আমান বা ফিক্সড ডিপোজিটে ৫.১০ শতাংশ সুদ দেওয়া হত। ১৫ ফেব্রুয়ারি থেকে এই ধরনের স্থায়ী আমানতে  ৫.২০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। সুদের হার বাড়ানো হয়েছে ২ থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটেও৷ এক্ষেত্রে ১৫ বেসিস পয়েন্ট সুদ বেড়েছে। আগে এই ধরনের স্থায়ী আমানতের উপর সুদের হার ছিল ৫.৩০ শতাংশ। এবার থেকে তা বেড়ে হল ৫.৪৫ শতাংশ। ১০ বছরের বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে এই সুদের হার আরও বাড়ানো হয়েছে৷ ৫.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই।

এই নয়া সুদের হার কেবলমাত্র ২ কোটি টাকার কম ডিপোজিটের উপর কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে সিনিয়র সিটিজেনরা সব আমানতেই ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন। বিভিন্ন প্রাইভেট ব্যাংক এবং আমানত গ্রহীতা সংস্থা সুদের হার বাড়িয়েছে৷ তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার  জন্যেই সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এমনটাই সূত্রের খবর৷ 

উল্লেখ্য, চলতি ত্রৈমাসিকেও রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.২৫ শতাংশ।