ফিক্সড ডিপোজিটে ফের সুদ কমাল SBI, চিন্তায় মধ্যবিত্ত জনতা

ফিক্সড ডিপোজিটে ফের সুদ কমাল SBI, চিন্তায় মধ্যবিত্ত জনতা

f664953114d67602f56bdd12b725f9eb

নায়দিল্লি: ফিক্সড ডিপোজিটের উপর ফের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শুক্রবারই রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস৷ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ শতাংশ করার কথা ঘোষণা করা হয়৷ তার পর দিনই অফডি-তে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল এসবিআই৷

এর আগে ১০ মার্চ ফিক্সড ডিপোজিট ও সেভিংসে সুদের হার কমিয়েছিল এসবিআই৷ শুক্রবার ফের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার কমানোর কথা ঘোষণা করে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক৷ নতুন রেট অনুযায়ী, স্টেট ব্যাঙ্কে ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে সুদের হার কমে হল ৩.৫ শতাংশ৷ চলতি মাসেই ৪.৫ শতাংশ থেকে সুদের হার কমিয়ে ৪ শতাংশ করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷
৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য সুদের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৪.৫ শতাংশ করা হবে৷ একই ভাবে ১৮০ দিন থেকে ২১০ দিনের ফিক্সড ডডিপোজিট ও ২১১ দিন থেকে ১ বছরের কম এফডি-তে ৫.৫ শতাংশের বদলে  সুদ দেওয়া হবে ৫ শতাংশ৷

এছাড়া ১ থেকে ২ বছরের কম এফডি, ২ থেকে ৩ বছরের কম এফডি এবং ৩ থেকে ৫ বছরের কম এফডি-তে স্টেট ব্যাঙ্ক সুদের হার কমিয়ে ৫.৭ শতাংশ করা হয়েছে৷ ৫ থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের উপরেও সুদ দেওয়া হবে ৫.৭ শতাংশ৷

প্রবীণ নাগরিকরা আগের মতোই কিছুটা বাড়তি সুদ পাবেন৷ এক্ষেত্রে এফডি-তে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি থাকবে৷ এই হিসেবে ষাটোর্দ্ধো নাগরিকরা ৭ থেকে ৪৫ দিনের জন্যে এফডি-তে ৪ শতাংশ সুদ পাবেন৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে ৫ শতাংশ এবং ১৮০ থেকে ২১০ দিনের এফডি’র উপর ৫.৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণরা৷ ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫.৫ শতাংশ সুদ৷ এছাড়া ১ বছর থেকে ১০ বছরের বিভিন্ন সময়ের জন্য সুদের হার থাকবে ৬.২ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *