কলকাতা: দেশের গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেশের বুদ্ধিজীবীদের৷ দেশের মোট ৫২জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিয়েছেন৷ তারমধ্যে রাজ্যের প্রায় ২০ জন বুদ্ধিজিবী এই খোলা চিঠিতে সাক্ষর করেছেন৷
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চিত্রপরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন, অভিনেতা কৌশিক সেন সহ প্রমুখ। এছাড়াও খোলা চিঠিতে সাক্ষর করেছেন চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, গায়িকা শুভা মুদগাল, পরিচালক অদূর গোপালকৃষ্ণান সহ দেশের একাধিক বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে সাক্ষর করেছেন৷
একাধিক সামাজিক বিষয়ের কথা উল্লেখ করে এই চিঠি দিয়েছেন নাগরিক সমাজের একাংশ। দেশে গণপিটুনি বাড়ছে৷ রামের নামে দেশজুড়ে অস্থিরতা তৈরি করা হয়েছে৷ তার সমাধানের জন্য দেশের বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রীর কাজে আর্জি জানিয়েছেন৷
চলতি মাসে বিহার-সহ দেশের কয়েকটি রাজ্যে গণপিটুনির ঘটনা ঘটেছে৷ গোরু নিয়ে ক্রমশ দেশজুড়ে বাড়ছে অসুহিষ্ণতা৷ তা সমাধাণের জন্যই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা৷