UP বিধান পরিষদে সাভারকরের ছবি! বিজেপির সমালোচনায় সরব কংগ্রেস

UP বিধান পরিষদে সাভারকরের ছবি! বিজেপির সমালোচনায় সরব কংগ্রেস

লখনউ: ভারতীয় রাজনীতির সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে হিন্দুত্বের ধারণার ক্রমবর্ধমান তাৎপর্য সহজেই চোখে পড়ে। দেশের নানা প্রান্ত থেকে রাজনীতিকে ধর্মের রঙে রাঙিয়ে একাধিক ঘটনার কথা সামনে এসেছে বারবার। এদিন উত্তরপ্রদেশের বিধান পরিষদের এক ঘটনাতেও দেখা গেল রাজনীতিতে ধর্মের ছোঁয়া। 

মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধান পরিষদের একটি ছবির সংগ্রহ (picture gallery) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে অন্যান্য দেশপ্রেমী, স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে সঙ্গে ছিল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। হিন্দু মহাসভার এই নেতার ছবি রাজ্যের বিধান পরিষদের ছবির গ্যালারিতে স্থান পাওয়া মোটেই ভালো চোখে দেখেনি বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিধান পরিষদের চেয়ারম্যান রমেশ যাদবকে কংগ্রেসের তরফ থেকে অবিলম্বে বিনায়ক দামোদর সাভারকরের ছবিটি সরানোর দাবি জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে। কংগ্রেস মন্ত্রী দীপক সিং চিঠিতে বলেছেন, “ছবির গ্যালারিতে সাভারকরের উপস্থিতি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমান স্বরূপ। এটা ওখান থেকে অবিলম্বে সরিয়ে ফেলা দরকার।” ওই ছবি বিজেপি অফিসে রাখার পরামর্শও দিয়েছেন দীপক সিং। 

এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছে সমাজবাদী পার্টির নেতারাও। দলের প্রেসিডেন্ট অখিলেশ যাদব জানিয়েছেন, “সাভারকরের সঙ্গে অজস্র বিতর্ক জড়িয়ে রয়েছে। তিনি কীভাবে নিজের মুক্তির জন্য ব্রিটিশদের কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, তা গোটা দেশই জানে। তাই ওঁর ছবি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটা বিশাল অসম্মান।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য সাভারকরকে একজন “মহান দেশপ্রেমিক” বলে চিহ্নিত করেছেন। সাভারকর তাঁর ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য দু’বার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পেয়েছিলেন বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, গত বছর কর্ণাটকের বিজেপি সরকারের তরফ থেকে বেঙ্গালুরুর ৪৭তম ব্রিজটির নামকরণ করা হয় বিনায়ক দামোদর সাভারকরের নামে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীও তখন ভীর সাভারকরকে একজন মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবেই চিহ্নিত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *