নয়াদিল্লি: দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে দায়ের হল মামলা৷ বিহারের মজফফরপুরে দায়ের হয়েছে এফআইআর৷
দেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে৷ এই ঘটনায় উদ্বেগ জানিয়ে গত জুলাই মাসে বিশিষ্টদের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দেন৷ চিঠিতে স্বাক্ষর করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, শ্যাম বেনেগালের মতো ৫০ জন বিশিষ্ট৷ এই চিঠি নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ এবার সেই চিঠির জবাবে তাঁদের নামে দায়ের হল মামলা৷
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠি নিয়ে মাস দু’য়েক আগে মোজাফফরপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে একটি পিটিশন দাখিল করেন স্থানীয় আইনজীবীরা সুধীরকুমার ওঝা৷ সেই পেটিশনের ভিত্তিতে গত ২০ আগস্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশ জারি করেন৷ সেই নির্দেশকে হাতিয়ার করে বৃহস্পতিবার সদর পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেন আইনজীবী ওঝা৷ বিশিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে৷
এফআইআর দায়ের করে আইনজীবী জানিয়েছেন, আমার পিটিশন গ্রহণ করে গত ২০ আগস্ট সিজেএম একটি নির্দেশ দেন৷ সিজেএমের সেই নির্দেশেই বৃহস্পতিবার সদর পুলিশ স্টেশনে আমি এফআইআর দায়ের করেছি৷ ওই চিঠিতে স্বাক্ষর করা বিশিষ্টরা দেশের মানুষকে কলঙ্কিত করতে চেয়ে ছিলেন৷ ওই চিঠিতে তাঁদের বিচ্ছিন্নতাকামি মানসিকতা উঠে এসেছে বলেও দাবি করেছেন তিনি৷