প্রথম ভারতে আসছেন সৌদি রাজকুমার মহম্মদ বিন সালমন

নয়াদিল্লি: দু-দিনের সফরে ১৯ ফেব্রুয়ারি ভারতে আসছেন সৌদি আরবের রাজকুমার মহম্মদ বিন সালমন। এটাই প্রথম ভারত সফর সৌদি রাজকুমারের। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে আসতে পারে উচ্চাপর্যায়ের একটি প্রতিনিধি দলও। ওই প্রতিনিধি দলে রয়েছেন মন্ত্রী থেকে শুরু করে সৌদি শিল্পপতিরা। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন

প্রথম ভারতে আসছেন সৌদি রাজকুমার মহম্মদ বিন সালমন

নয়াদিল্লি: দু-দিনের সফরে ১৯ ফেব্রুয়ারি ভারতে আসছেন সৌদি আরবের রাজকুমার মহম্মদ বিন সালমন। এটাই প্রথম ভারত সফর সৌদি রাজকুমারের। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে আসতে পারে উচ্চাপর্যায়ের একটি প্রতিনিধি দলও। ওই প্রতিনিধি দলে রয়েছেন মন্ত্রী থেকে শুরু করে সৌদি শিল্পপতিরা।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ‌ করবেন সৌদি রাজকুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে আলোচনা হবে বিনিয়োগ-সহ নানা বিষয় নিয়ে। ২০ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাবেন রাজকুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =