ইসরোর স্বপ্নভঙ্গ, উৎক্ষেপণের পর প্রযুক্তির ত্রুটিতে কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ

ইসরোর স্বপ্নভঙ্গ, উৎক্ষেপণের পর প্রযুক্তির ত্রুটিতে কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ

নয়াদিল্লি: স্বপ্ন ভঙ্গ ইসরোর৷ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ঘটল বিপত্তি৷ যান্ত্রিক গোলযোগের কারণে কাঙ্খিত কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ৷ জিএসএলভি-১০ রকেটের মাধ্যমে  ইওএস-০৩ নামের একটি উপগ্রহকে পাঠানো হয়েছিল পৃথিবীর কক্ষপথে৷ মহাকাশ থেকে ভূপর্যবেক্ষণের উপগ্রহ উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি৷ কক্ষপথে পৌঁছনোর আগেই তা ভেঙে পড়ে৷ আজ সকালে টুইট করে খবরটি জানায় ভাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷  

আরও পড়ুন- ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি কেন? অবশেষে জবাব কেন্দ্রের

 

আজ ভোর ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’৷ মূলত পৃথিবীর বুকে ধেয়ে আসা মেঘ ভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড় সুনামি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে দ্রুত পর্যবেক্ষণ পাওয়া যেত এই স্যাটেলাইটের মাধ্যমে৷  সফল ভাবে উৎক্ষেপিত হলেও ক্রায়োজেনিক স্তরে ত্রুটির জেরে ঘটে বিপত্তি৷ উৎক্ষেপণের ঘণ্টা খানেকের মধ্যেই ইসরোর তরফে টুইট করে বলা হয়, ‘‘উৎক্ষেপণের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে কোনও সমস্যা না হলেও, ক্রায়োজেনিক পর্যায়ে পৌঁছতে পারেনি কৃত্রিম উপগ্রহ। তার আগেই যান্ত্রিক গোলযোগ তৈরি হয়। সে কারণেই এই উৎক্ষেপণ সফল হল না।’  ইসরোর পরিকল্পনা মতো কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না তাদের ইওএস-০৩৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *