‘এটা মৌলিক অধিকার নয়’ সম লিঙ্গের বিয়েতে আপত্তি কেন্দ্রের

‘এটা মৌলিক অধিকার নয়’ সম লিঙ্গের বিয়েতে আপত্তি কেন্দ্রের

নয়াদিল্লি: সুপ্রিম নির্দেশে আমাদের দেশে আগেই বৈধতা পেয়েছে সমকামিতা৷ এই দেশে সমকামিতা কোনও অপরাধ নয়৷ কিন্তু সমলিঙ্গ বিবাহ? দীর্ঘ দিন ধরে এর সপক্ষে দাবি উঠলেও, এখনও মেলেনি আইনি স্বীকৃতি৷ তাই সমলিঙ্গ বিবাহ ভারতে মৌলিক অধিকার নয়৷ আদালতে সম লিঙ্গ বিয়ের বিরোধিতা করল মোদী সরকার৷ এই সংক্রান্ত একটি মামলায় দিল্লি হাইকোর্টকে কেন্দ্র জানায়, ভারতে বিয়ে শুধু নারী পুরুষের মিলন নয়, বিয়ে হল পরিবারের একটি অংশ৷ এটি জৈবিক নারী ও পুরুষের মধ্যে তৈরি হওয়া একটি প্রতিষ্ঠান৷ সম লিঙ্গ বিবাহ ভারতীয় সংস্কৃতির বিরোধী৷ 

আরও পড়ুন-  মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে উদ্ধার বিস্ফোরক ভর্তি গাড়ি! মুম্বইতে চাঞ্চল্য

সম লিঙ্গে বিয়েতে মান্যতার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল এলজিবিটি সম্প্রদায়ের চার সদস্য৷ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি৷ এর বিরুদ্ধে কেন্দ্রের হলফনামায় বলা হয়, ‘‘সমলিঙ্গের দুটি মানুষের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা বা লিভ ইন করা ভারতীয় পরিবারের ধারণার সঙ্গে সম্পূর্ণ বেমানান৷ এখানে পরিবার বলতে বোঝায় একজন জৈবিক পুরুষ ও একজন জৈবিক নারী ও তাঁদের মিলনে জন্ম নেওয়া সন্তান৷’’ এই পিটিশনের জবাবে কেন্দ্রের তরফে আরও বলা হয়, ‘‘বিয়ের মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে পবিত্রতা, ধর্ম বিশ্বাস জড়িয়ে রয়েছে৷ বিয়ে মানেই নারী পুরুষের মেল বন্ধন৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রীতি-নীতি, আচার৷ 

সমকামিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে এদিন কেন্দ্র বলে, ভারতে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে৷ তাই বলে পিটিশনকারীরা সমলিঙ্গ বিয়েকে মৌলিক অধিকার বলে দাবি করতে পারেন না৷ এই আবেদন খারিজের আবেদন জানিয়ে বলা হয়, একজন পুরুষ ও নারীকে স্বামী-স্ত্রী হিসাবে বিবেচনা করা হয়৷ এর বাইরে কিছু ভাবা হলে তা সমাজের ভারসাম্যকে নষ্ট করবে৷ সম লিঙ্গ বিয়ের কথা কোনও আইনেও উল্লেখ নেই৷ 

আরও পড়ুন- ‘খুব শিগগিরই প্রাক্তন প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী’

প্রসঙ্গত, এর আগেও সম লিঙ্গ বিবাহে আপত্তি জানিয়েছিল কেন্দ্র৷ গত বছর দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সম লিঙ্গে বিবাহ চিরাচরিত ধ্যান ধারণার বিরোধী৷ ২০১৮ সালে সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই সম লিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেওয়ার দাবি জোড়াল হতে শুরু করে৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *