বেতন কমছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সংসদদের ৩০ শতাংশ বেতন কাটা হবে

বেতন কমছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সংসদদের ৩০ শতাংশ বেতন কাটা হবে

ac219437fa6e0ca3a328e7d6adf8fa90

নয়াদিল্লি: বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলির মতো করোনার থাবায় জর্জরিত ভারত।এই পরিস্থিতিতে আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে দেশ। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবরকমের চেষ্টা জারি রেখেছে সরকার। তাই পরিস্থিতি সামাল দিতে আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ বেতন নেবেন না রাষ্ট্রপতি ও রাজ্যপালরা। তাঁরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।শুধু তাই নয় একধাক্কায় ৩০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হল সাংসদদের।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, সাংসদ তহবিলের ৭৯০০ কোটি টাকা যাবে করোনা মোকাবিলার ফান্ডে।আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে সেই সিদ্ধান্ত। মেম্বারস অফ পার্লামেন্ট অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী যে ভাতা দেওয়া হয়, তার ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হল একধাক্কায়। সাংসদদের পেনশনের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। সোমবার সংসদে এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্স পাশ হয়েছে। বেতন কমছে সব রাজ্যের রাজ্যপালদের। প্রত্যেকেই নিজেদের ইচ্ছেয় বেতন কমিয়েছেন। শুধু তাই নয়, সাংসদ তহবিলের টাকা দেওয়ার স্কিম আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। আপাতত ২ বছরের জন্য স্থগিত করা হচ্ছে।

শুধু তাই নয়, আগামী ২ বছর সাংসদদের এলাকা উন্নয়নের জন্য আলাদা করে কোনও টাকা দেওয়া হবে না।এই টাকা দেশ গঠনের কাজে লাগবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘লড়াইটা অনেক লম্বা। আর সেই লড়াইতে আমাদের ক্লান্ত হলে বা থেমে গেলে চলবে না। আমাদের জয়ী হতেই হবে। আমাদের এখন একটাই লক্ষ্য। যুদ্ধে জিততেই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *