গান্ধীনগর: গ্রেফতার হয়েছিলেন। জামিন মিলেছিল। আবার গ্রেফতার হলেন। আবার জামিন মিলল। শেষ কয়েকদিনে এটাই ঘটছে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাখেত গোখেলের সঙ্গে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভুয়ো খবর রটানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জামিন পান তিনি। তবে বেশি সময় অতিক্রম হওয়ার আগেই আবার গ্রেফতার হন সাখেত। এবার সেই গ্রেফতারির অল্প সময় পরেই ফের জামিন মিলল তাঁর। এই নিয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেস শিবিরও।
আরও পড়ুন- শীঘ্রই বাংলায় আসছে বন্দে ভারত এক্সপ্রেস! কোন রুটে চালানো হবে? জানিয়ে দিলেন সাংসদ
শুক্রবারই গুজরাটে পৌঁছেছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। এই দলে রয়েছেন ৫ সাংসদ শান্তনু সেন, দোলা সেন, খলিলুর রহমান, সুনীল মণ্ডল এবং অসিত মাল। জানা গিয়েছিল তারা সাখেতের গ্রেফতারির প্রতিবাদ করা ছাড়া মোরবীর সেতু দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। কিন্তু তার আগেই তৃণমূল মুখপাত্রের জামিন হয়ে গিয়েছে। যদিও বা এরপর আর কোনও ঘটনা সাখেত গোখেলের সঙ্গে ঘটে কিনা তা দেখার। তাঁর গ্রেফতারি ইস্যু নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে জাতীয় রাজনীতিতে।
উল্লেখ্য, তৃণমূল মুখপাত্রের দাবি ছিল, মোদীর মোরবীর ঘটনাস্থল পরিদর্শনের জন্য গুজরাত সরকার ৩০ কোটি টাকা খরচ করেছিল এদিকে সেতু ভেঙে মৃত ১৪০ জনের পরিবারকে যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, তা ছিল সেই টাকার ছ’গুণ কম। যদিও পুলিশের দাবি, নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে সাকেত ভুয়ো নথি পোস্ট করেছিলেন। প্রধানমন্ত্রীর মোরবী পরিদর্শন নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন সাকেত গোখেল।