আম শরীরে ঢুকে নারী-পুরুষ হয়ে ওঠে! সদগুরুর নয়া প্রবচনে সমালোচনা

আম শরীরে ঢুকে নারী-পুরুষ হয়ে ওঠে! সদগুরুর নয়া প্রবচনে সমালোচনা

7615311111907291af95f5a7a747b844

নয়াদিল্লি: সৎপথের দিশায় সদগুরুর উপদেশে বিতর্কের ঝড়৷ তাঁর দৃষ্টিভঙ্গী নিয়ে উঠল প্রশ্ন৷ জীবনের পথ দেখাতে তিনি এমন কিছু মন্তব্য করলেন, যা বস্তুতই অপ্রাসঙ্গিক, অবাস্তব এবং চরম নিন্দনী৷ সমালোচনার ঝড় নেট দুনিয়ায়৷

সদগুরু বলেন, আপনি দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটালে তা দেখে কষ্ট পায় গরুও৷ আপানর বাড়ির সামনে যদি কোনও গরু থাকে, দেখবেন আপনার কষ্টে তার চোখ দিয়েও জল ঝরছে৷ এখানেই থেমে থাকেননি সদগুরু৷ তিনি আরও বলেন, ১০০ শতাংশ যুক্তি দিয়ে চিন্তাভাবনা করলে, জীবনের কোনও সম্ভাবনাই খুঁজে পাবেন না৷ তাঁর কথায়, কষ্ট একটি মানসিক অনুভূতি৷ নিজেই যখন নিজের কষ্টের কারণ হয়ে উঠবেন, তখন প্রকৃত কষ্ট ভুলে যাবেন৷

গ্রহণ প্রসঙ্গে সদগুরুর বিশেষ মতামত, গ্রহণ শেষ হবার পরই নাকি দ্রুত রান্না করা খবার পচতে শুরু করে এবং তা বিষাক্ত হয়ে ওঠে৷ মাতৃদুগ্ধ নিয়েও অযাচিত মন্তব্য করেন সদগুরু৷ তিনি বলেন, যদি যমজ সন্তান ছেলে ও মেয়ে হয়, তাহলে মায়ের দুই স্তন দিয়ে দুই ধরনের দুগ্ধ নিঃসৃত হয়৷ নিউটনের সূত্রকেও লজ্জায় ফেলে দিল সদগুরুর বানী৷ তিনি বলেন, যদি আপনার মাথায় একটি আপেল পড়ে৷ তাহলে আপেলের দোষ দেবেন না৷ দোষ মাধ্যাকর্ষণ শক্তির৷ যা আপেলটাকে নীচে টেনে এনেছে৷ আমাদের উপরের দিকে ওঠা উচিত৷ কিন্তু মাধ্যাকর্ষণ সকলকে নীচে টানছে৷

তাঁর পরামর্শ, নিজের মস্তিষ্কের উপর বিশ্বাস করবেন না৷ বিশ্বাস রাখুন নিজের মনের উপর৷ মস্তিষ্ক আপনাকে পাগল করে দিতে পারে৷ কিন্তু মন গোটা বিশ্বকে সারিয়ে তোলে৷ বহু মানুষ ক্ষুদার্থ হয়ে দিন কাটাচ্ছেন৷ তার মানে এই নয় যে, খাবারের অভাব আছে৷ অভাব রয়েছে ভালোবাসা এবং যত্নের৷ বিতর্ক উস্কে সদগুরুর প্রবচন, আপনারা আম খেলে সেই আমটি আপনাদের শীরের ভিতরে নারীতে পরিণত হয়৷ আমি যখন আম খাই, তখন তা আমার শরীরের ভিতর পুরুষ হয়ে ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *