নয়াদিল্লি: মাঠে ফিরছেন মাস্টার ব্লাস্টার। দেশজুড়ে সমালোচনার মধ্যেই আবার ২২ গজে দেখা যাবে কিংবদন্তি ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকরকে। আগামী মার্চে রেড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণে অংশ নিতে চলেছেন সচিন, সহবাগ, লারা-সহ পাঁচ দেশের কিংবদন্তি ক্রিকেটাররা।
গত বছর ক্রিকেট খেলিয়ে ৫ দেশ ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তীদের নিয়ে শুরু হয় রেট সেফটি ওয়ার্ল্ড সিরিজ প্রতিযোগিতা। তবে করোনা মহামারীর জন্য চার ম্যাচের পরই স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। এবার বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় আগামী মার্চে শুরু হচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় অধ্যায়। ২ থেকে ২১ মার্চ পর্যন্ত টুনামেন্টের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে রায়পুরে নবনির্মিত ৬৫ হাজার দর্শকাসনবিশিষ্ট শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টের কমিশনার হলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। অন্যদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন স্বয়ং শচীন তেন্ডুলকর। সম্প্রতি ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ট্যুইট করে সমর্থন জানান ১৮ বছরের সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ, মার্কিন গায়িকা রিহানা-সহ আরও অনেকে। তারপরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক সুরে এর প্রতিবাদ জানান শচীন, অনিল কুম্বলে-সহ দেশের বিশিষ্ট খেলোয়াড় ও অভিনেতা-অভিনেত্রীরা। প্রত্যেকের গলায় এক সুর। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপ প্রয়োজনীয় নয়। তাতেই ক্ষেপে যায় সমালোচক থেকে শুরু করে নেটিজেনরা। এককালে যে শচীনের পুজো করা হয়েছে সেই তেন্ডালাকেই তুলোধোনা করা হয় সোশ্যাল মিডিয়ায়। কালি দেওয়া হয় তার পোস্টারে। এই সমালোচনার মধ্যেই ফের একবার চেনা-পরিচিত ২২ গজে ব্যাট হাতে ফিরছেন ‘ক্রিকেট ঈশ্বর’।